সম্পর্কিত
আসসালামু আলাইকুম।
আমি সাঈদ আল রবি।আমার ফেসবুক আইডিঃ সাঈদ আল রবি, Rsp Robi। বাড়ি হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম পশ্চিম সাড়ডুবিতে। বিবিএ শেষ করে এমবিএ করছি।। লিখতে ভালোবাসি বলেই অনলাইনে আমার পদচারণ।
জানিনা একজন লেখক হিসেবে কতটুকু সফল, তবে আমি মনে করি আমি সফল। কেননা আমার লেখনী একজন পাঠককে হলেও হাসিয়েছে বা কাঁদিয়েছে।আমি আমার লেখনীতে তুলে আনতে চাই আমার জীবনের সাথে সম্পর্কযুক্ত সেই সব মানুষদের, যারা আমার জীবনে জড়িয়ে আছে। আরো তুলে আনতে চাই তাদের কাহিনী, যাদের আমি ভালোবাসি।যারা আমার অনুপ্রেরণা, তাদের কথা যেন আমার লেখনীতে উঠে আসে। আমার জন্য দোয়া করবেন,আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।
আমি সাঈদ আল রবি।আমার ফেসবুক আইডিঃ সাঈদ আল রবি, Rsp Robi। বাড়ি হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম পশ্চিম সাড়ডুবিতে। বিবিএ শেষ করে এমবিএ করছি।। লিখতে ভালোবাসি বলেই অনলাইনে আমার পদচারণ।
জানিনা একজন লেখক হিসেবে কতটুকু সফল, তবে আমি মনে করি আমি সফল। কেননা আমার লেখনী একজন পাঠককে হলেও হাসিয়েছে বা কাঁদিয়েছে।আমি আমার লেখনীতে তুলে আনতে চাই আমার জীবনের সাথে সম্পর্কযুক্ত সেই সব মানুষদের, যারা আমার জীবনে জড়িয়ে আছে। আরো তুলে আনতে চাই তাদের কাহিনী, যাদের আমি ভালোবাসি।যারা আমার অনুপ্রেরণা, তাদের কথা যেন আমার লেখনীতে উঠে আসে। আমার জন্য দোয়া করবেন,আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।