মধুসূদন সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যা বলেছেন

Please log in or register to like posts.
পোস্ট

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে আমরা অনেকেই চিনি, তার বিরল প্রতিভার কথা , তার জ্ঞান অর্জনে নিষ্ঠার কথা আমরা জানি। মাইকেল মধুসূদন কেও আমরা অনেকেই চিনি। তবে প্রতিভাবান এসব মানুষ যে একে অপরে সংস্পর্শে এসছিল, তাঁদের মধ্যে  ঘটে যাওয়া তাঁদের জীবনের কিছু কথা আমরা জানিনা। আসুন আজ জেনে নি তেমনি একটি ঘটনা।

কবি মাইকেল মধুসূদন দত্ত যখন আর্থিক অনটনে ভুগছিলেন, তখন  ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর তাকে নানা ভাবে বিশেষ করে বলতে গেলে আর্থিক ভাবে সাহায্য করেন।  মাইকেল মধুসূদনের মদ্যপানের অভ্যাস ছিল সে সময়টায়। একদিন এক মাতাল এলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে, আর্থিক সাহায্য পাওয়ার আশায়। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর তাকে সাহায্য করতে অপারগতা জানালেন। এও জানালেন তিনি মদ্যপকে সাহায্য করবেন না।  মদ্যপ লোকটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাইকেল মধুসূদন কে সাহায্য করার কথা জানত। এও জানত মাইকেল মধুসূদন সুরাসক্ত ছিলেন। লোকটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বললেন – আপনি তো মধুসূদন কেও সাহায্য করেন। সেও তো মদ পান করেন । তাহলে আমাকে কেনো নয়?   বিদ্যা সাগর লোকটি কে বললেন, “ ঠিক আছে আমি তোমাকেও সাহায্য করবো, তার আগে তুমি মধুসূদনের মত একটা “মেঘনাদ বধ” কাব্য লিখে আন দেখি”

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন