রকিব হাসানের জন্ম ও কর্মজীবন

Please log in or register to like posts.
পোস্ট
রকিব_হাসান, Rokib_Hasan, তিন গোয়েন্দা

তিন গোয়েন্দার রোমাঞ্চ এখনো রক্তে মিশে আছে। ৮০ আর ৯০ এর দশকের পাঠকরা রকিব হাসান আর তিন গোয়েন্দাকে মনে রাখবে আজীবন।রকিব হাসান আমার কৈশোরের ভালো লাগার নাম। রকিব হাসান বলতেই মনে আসে প্রথমেই “তিন গোয়েন্দা”র কথা। সুক্ষ বুদ্ধির কিশোর, বই পোকা রবিন মিলফোর্ড আর নিগ্রো মুসার কথা। যদিও রকিব হাসানের শুরুটা তিন গোয়েন্দা দিয়ে হয় নি। আসুন জেনে নিই  রকিব হাসান সম্পর্কে কিছু কথা।

 

রকিব হাসানের জন্ম ১৯৫০ সালে কুমিল্লায়। তবে তিনি তাঁর লেখনির মাধ্যমে জায়গা করে নিয়েছে সারা বাংলাদেশের লাখো লাখো পাঠকের মনে। তাঁর বিশেষ পরিচয় গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে, বিশেষ করে বলতে গেলে তিন গোয়েন্দার জন্যে তিনি একনামে পরিচিত। নিশ্চয় তিন গোয়েন্দার পাঠকদের মনে আছে মাছির সার্কাস আর হারানো তিমির কথা। গ্রেট কিশোরিয়াসো নিশ্চই অনেকেই আমার মত লুকিয়ে পড়েছেন। অভিশপ্ত লকেটের কথা মনে পরলে এখনো শিহরণ জাগে ।

 

রকিব_হাসান, Rokib_Hasan, তিন গোয়েন্দা

থ্রিলার ও গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি রহস্যপত্রিকার সহকারী সম্পাদক ছিলেন।  তিনি জাফর চৌধুরী ছদ্ম নামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৭৭ সালে , ছদ্ম নামে। নিজের নামে তাঁর প্রথম বই বের হয় ,যেটি একটি অনুবাদ গ্রন্থ  । বইটি হলো ব্রাম স্টোকারের ড্রাকুলা। মনে আছে নিশ্চই সেই রক্ত হীম করা ড্রাকুলার কথা।পরে একে একে তাঁর আরো অনুবাদ গ্রন্থ বের হয় । বিখ্যাত অনেক লেখকদের বই তিনি অনুবাদ করেছেন। পাশাপাশি মৌলিক অনেক রহস্য উপন্যাস লিখেছেন।  কিশোর দের জন্যে লেখার পাশাপাশি তিনি বড় দের জন্যেও লিখেছেন।

 

তবে আগেই বলেছি তাঁর সবচেয়ে জনপ্রিয় সিরিজ “ তিন গোয়েন্দা “ । তিন গোয়েন্দার সর্বাধিক জনপ্রিয় কিছু বই এর কথা বলছি এখন।  “তিন গোয়েন্দা”, “কঙ্কাল দ্বীপ” , “রত্নদানো”, “জলদস্যুর দ্বীপ ১,২” , “কাকাতুয়া রহস্য” , “ছুটি” , “পোচার” , “অথৈ সাগর ১,২” , “জিনার সেই দ্বীপ”,  “টেরির দানো”; “বাবলি বাহিনী”; “শুঁটকি গোয়েন্দা” , “চট্টগ্রামে তিন গোয়েন্দা” , “সিলেটে তিন গোয়েন্দা” আরো অনেক অনেক গল্প আছে তিন গোয়েন্দার। সে সব কি চাইলেই ভুলা যায়?  সেই শুটকি বাহিনীর কথা মনে আছে তো?যারা তিন গোয়েন্দার ভক্ত তাঁদের সেই ঝামেলা “ফগর‍্যাম্পারকট “এর কথা আর বাঘার কথা ভুলার উপায় নেই। মনে আছে সে বার বড় দিনের ছুটিতে কিশোর দের রহস্যের কথা?

 

রকিব হাসান শুধু মাত্র তিন গোয়েন্দারই ১৬০ টি বই লিখেছেন।আর এর পাশাপাশি আছে ৩০ টি অনবদ্য অনুবাদ। এছাড়াও কিশোর দের জন্য কিছু ভৌতিক আর সায়েন্সফিকশন লিখেছেন তিনি। আবু সাঈদ ছদ্ম নামে লিখেছেন গোয়েন্দা রাজু সিরিজ। কিশোর, মুসা ,রবিন  কে তিনি তাঁর কলমের আঁচড়ে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন অসাধারন দক্ষতায়। মাঝে মাঝেই তাঁদের আমরা বাস্তব ভাবি শৈশব,কৈশোরে। নিজে হয়ে উঠতে চাই তাঁদের একজন।

 

সেই যে গল্পের সার সংক্ষেপের নিচে লেখা থাকতো মনে নেই?  এসো না চলে এসো আমাদের সাথে! হ্যা আমরা গল্প পড়ার সময় কিশোর ,মুসা,রবিন, জিনা বা, রাফিয়ান দের সাথেই থাকতাম……।

রকিব হাসান ও তিন গোয়েন্দা সম্পর্কে আরো জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে –

                   রকিব হাসান ও তিন গোয়েন্দা


রেফারেন্স ১   
bn.wikipedia.org

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন