মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আল খারিজমি (৭৮০-৮৫০) শ্রেষ্ঠত্বের দাবীদার।
সোভিয়েত রাশিয়ার আরব সাগরে পতিত আমু দরিয়া নদীর একটি দ্বীপের নিকটে অবস্থিত খোয়ারিজম নামক শহরে তিনি জন্ম গ্রহণ করেন। শহরটি প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল । শহরটির তত্কালীন নাম ছিল উরগেঞ্চ। আনুমানিক ৭৮০ খ্রীষ্টাব্দে তিনি জন্ম গ্রহণ করেন।
তিনি একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। পুরো নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মূসা আল খারিজমি।
রৈখিক এবং দ্বিঘাত সমীকরণ এর প্রথম পদ্ধতিগত সমাধান উপস্থাপন করেন তিনি তার রচিত কিতাব আল জাবর ওয়াল মুকাবলাতে । বর্গের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমধান বীজগণিতে তার প্রধান সাফল্য। এর জন্য তিনি জ্যামতিক প্রমাণ প্রদান করেন। তিনিই বীজগণিতকে সর্বপ্রথম স্বাধীন শাখা হিসেবে তুলে ধরেন এবং সমীকরণ সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন, এই কারণে খোয়ারিজমিকে বীজগণিতের জনক বলা হয়। তার আল জিবর ওয়াল মুকাবিলা বই এর শিরোনাম থেকে আলজেবরা(বীজগণিত) শব্দটি এসেছে
খলিফা আল মামুনের মৃত্যুর ১৪ বছর পর (আনুমানিক ৮৫০ খ্রীষ্টাব্দে) আল খারিজমির মৃত্যু হয়।
লেখক: রাজিব হাসান।
রচনাকাল: মে ১১ , ২০২০