হুমায়ূন আহমেদের ২য় বিয়ে প্রথম মৃত্যুর আগে

Please log in or register to like posts.
পোস্ট
Humayun_Ahmed, হুমায়ূন_আহমেদ, কথা_সাহিত্যিক, গল্পেরে_জাদুকর

হুমায়ূন আহমেদের ২য় বিয়ে নিয়ে অনেক মহলে অনেক কথা হলেও লেখক হুমায়ূনের পাঠকের ভালোবাসা কমেনি। সাল ১৯৯০ এর মধ্যভাগ থেকে তার কন্যা শীলার সমান বয়সি এবং তার কিছু নাটক-চলচ্চিত্রে অভিনয় করা  শাওনের সাথে হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠতা হয় । এর ফলে সৃষ্ট পারিবারিক অশান্তির অবসানের জন্যে ২০০৩ সালে গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিচ্ছেদ হয় আর সে  বছরই শাওনকে বিয়ে করেন। তাদের তিন ছেলে-মেয়ে জন্মগ্রহণ করে। সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়া  কন্যাটি মারা যায়। গল্পের জাদুকর এ কন্যার নাম রাখতে চেয়েছিলেন লীলাবতী। ছেলেদের নাম রাখেন নিষাদ ও নিনিত হুমায়ূন ।এই পাঠক নন্দিত লেখক তাঁর জীবনের শেষ কালে তিনি  ঢাকার অভিজাত আবাসিক এলাকা ধানমন্ডির ৩/এ রোডে নির্মিত দখিন হাওয়া ভবনের একটি ফ্লাটে বসবাস করতেন। খুব ভোর বেলা উঠে লেখা লেখির অভ্যেস ছিল তাঁর । মাটিতে বসে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অবসর পেলেই তিনি  ছবি আঁকতেন।

২০১১-এর সেপ্টেম্বেরে  সিঙ্গাপুরে ডাক্তারী চিকিৎসার সময় তাঁর দেহে ক্যান্সার ধরা পড়ে। গল্পের জাদুকর নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন। তবে তাঁর  টিউমার ছড়িয়ে না-পড়ায় প্রাথমিকভাবে সহজে তাঁর চিকিৎসা সম্ভব হলেও অল্প সময়ের মাঝেই তা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়েছিল ১২ দফায়।আপাতদৃষ্টিতে  অস্ত্রোপচারের পর কিছুটা শারীরিক উন্নতি হলেও, শেষ মুহূর্তে অজ্ঞাত ভাইরাস আক্রমণ করায় তার অবস্থার অবনতি হয়। । তাকে কৃত্রিমভাবে লাইভ সাপোর্টে রাখা হয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯মাস চিকিৎসাধীন থাকার পর ২০১২ সালের ১৯ জুলাই-, স্থানীয় সময় ১১:২০ মিনিটে নিউ ইয়র্কের বেলেভ্যু হসপিটালে বাংলার প্রবাদ পুরুষ,এই নন্দিত লেখক ইহলোক ত্যাগ করেন। তাকে দাফন করা হয় তাঁর প্রিয় নুহাশ পল্লীতে।বাংলার মানুষ স্তম্ভিত হয়ে গেলো।দেশের অগণিত হুমায়ূন ভক্ত নিস্তব্দ হয়ে গেলো, চোখের পানি ধরে রাখা দায়।থেমে গেলো এক গল্পের জাদুকরের পথ চলা,রেখে গেলো তাঁর হিমুদের,রুপাদের।  সারা বাংলাদেশে সকল শ্রেণীর মানুষের মধ্যে অভূতপূর্ব আহাজারির সৃষ্টি হয় তাঁর মৃত্যুতে । হুমায়ূন আহমেদের মৃত্যুর ফলে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র অঙ্গনে এক শূন্যতার শুরু হয়। বাংলা সাহিত্য সে শুন্যতা এখনো কাটিয়ে উঠতে পারেনি।

 হুমায়ূন আহমেদ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

                                                       হুমায়ূন আহমেদ :কথা সাহিত্যিক ও গল্পের জাদুকর

রেফারেন্স    bn.wikipedia.org

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন