হার না মানা এক দুঃসাহসিক সাঁতারু-বেন লকঁত( Benoît Lecomte ) এর গল্প

Please log in or register to like posts.
পোস্ট
Benoît Lecomte, ocean

বেন লকঁতের ( Benoît Lecomte )  জন্ম ফ্রান্সে , ১৯৬৭ সালে ।সাঁতারের মাধ্যমে  তিনি ১৯৯৮ সালে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন , পাড়ি দিয়েছিলেন প্রায় সাড়ে  ছ-হাজার কিলোমিটার পথ। আটলান্টিক পাড়ি দিতে তাঁর লেগেছিলো প্রায় ৭৩ দিন । ১৯৯৮ সালের ১৬ জুলাই যে যাত্রার শুরু হয়েছিলো ,তা শেষ হয়েছিলো ১৯৯৮ এর ২৫ সেপ্টেম্বর এ গিয়ে। যাত্রার সময় তাঁর সাথে সহযোগী হিসেবে অনেক কিছুর মধ্যে ছিলো-এক্টি ৪০ ফুটের সেইল-বোট আটলান্টিক এর জলে তিনি দৈনিক প্রায় আট  ঘন্টা সাঁতার কেটে পাড়ি দিয়েছিলেন, সে গভীর সমূদ্র । মাঝে মাঝে বিরতি দিয়েছিন খাবারের জন্যে। বিরতির পর আবার সাঁতার , সমূদ্রের জল ভেঙ্গে তাঁর পেশির জোরে আর মনের জোরে সব বাঁধা ভেঙ্গে তিনি জয় করলেন আটলান্টিক। বেন লকঁত এর সাঁতারের উদ্দেশ্য ছিলো কেন্সারের জন্যে টাকা উত্তোলোন , যদিও সে রেকর্ড গিনিস বুকে ঠাই পায়নি।

shark

বেন লকঁত এবার পাড়ি দিবেন প্রশান্ত মহাসাগর।পাড়ি দিবেন ৯ হাজার কিলোমিটারের মত। বিশ্বরেকর্ড এর হাতছানি তাঁর সামনে। বয়স ৫১ বছর। বয়সের ভারে হার মানতে তিনি নারাজ ।তিনি-ই প্রথম প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার সীদ্ধান্ত নিয়েছেন । ৫জুন, ২০১৮ ,শুরু হয়ে গেলো আরেকটি দুঃসাহসিক অভিযানের গল্প। এক হার নামানা সাতারুর গল্প।  ৫ জুন,মঙ্গলবার জাপানের চোসি  উপকূল থেকে শুরু হয়ে গেলো আরেকটি অপেক্ষার ক্ষন গোনার গল্প। পুরো অভিযানে ৬ মাস সময় লাগতে পারে বেন লকঁতের ।সাঁতরাতে হবে দৈনিক আট ঘন্টা করে। পরীক্ষা হবে শরীরের চেয়ে বেশি মনের জোড়ের । যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পৌছালে শেষ হবে এই যাত্রা। এই অভিযানে তাকে মোকাবেলা করতে হবে প্রতিকুল পরিস্থিতির। জেলিফিশের আতঙ্কের সাথে যোগ হবে দানবীয় হাঙ্গরের আক্রমন আর তাঁর সাথে বাড়তি পাওনা- হিমশীতল জল।  এসব পার করেবেন লকঁত প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে পারবেন কিনা সেটা সময় ই বলে দিবে।

শুধু রেকর্ড করা তাঁর এই ঝুকি গ্রহনের একমাত্র উদ্দেশ্য নয়। বরঞ্চ তাঁর এই অভিজানের মাধ্যমে তিনি পৃথিবীবাসীকে সচেতন করে তুলতে চান, তাঁদের মনে করিয়ে দিতে চান তাদেরি জঞ্জালে ভর্তি হয়ে নীল জলরাশি কেমন – তাঁর সৌন্দর্য হারাচ্ছে, কিভাবে বিপন্ন হচ্ছে জলজ-প্রানীকুল। এর সমাপ্তি দেখতে ২০১৯ এর শুরু পর্যন্ত পৃথিবী কে অপেক্ষায় থাকতে হবে। সাঁতার পাগল এই মানুষ টি হার মানতে জানেনা না।এই অভিযান  শুরুর আগে তাকে দীর্ঘ ৬ বছর করতে হয়েছে গভীর অনুশীলন । আশা করি সব ঠিকঠাক হবে,তাহলেই তিনি-বেন লকঁত হয়ে যাবেন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া একক একজন।

রেফারেন্স   en.wikipedia.org

ফেসবুক কমেন্টস

Reactions

1
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

1

মন্তব্য করুন