রবীন্দ্রনাথের উপুড় হয়ে সাহিত্যচর্চা

Please log in or register to like posts.
পোস্ট

গুনীজনদের জীবনে নানা ধরনের চমকপ্রদ ঘটনা আমাদের আনন্দ দেয়। তাদের জীবনের হালকা রসাত্মক কিছু ঘটনা আমাদের যেমন আনন্দ দেয় আবার তাতে শিক্ষনিয় কিছু থাকে। বৃদ্ধ বয়সেও রবীন্দ্রনাথ এর কর্ম প্রচেষ্টার সাথে  জড়িত তেমনি একটি মজার ঘটনা বলব আজ।

জীবনের শেষ দিকে এসে লেখা লেখিতে কষ্ট হত বিধায় রবীন্দ্রনাথ একটু উবু হয়েই লেখা লেখির কাজ চালাতেন।। একদিন রবিন্দ্রনাথ লিখছিলেন উবু হয়েই। এমন সময় তারি এক শুভাকাঙ্ক্ষী তাকে দেখে মনে করেন রবীন্দ্রনাথের বুঝি বড় কষ্ট হচ্ছে। এ যে বয়সের ভারে নুয়ে পড়া এ কথা সে শুভাকাঙ্ক্ষী বুঝলোনা। সে রবীন্দ্রনাথের সমস্যা লাঘবের জন্য একটা পরামর্শ দিল। তিনি বললেন বাজারে এখন বেশ কিছু উন্নত চেয়ার আছে যেসবে বসে কবিগুরু বেশ আরাম করে হেলান দিয়েই লিখতে পারবেন। ।সে রকম একটা চেয়ার কিনে আনার প্রস্তাব করলো সে লোক। লোকটিকে রবীন্দ্রনাথ বেশ গুছিয়ে ঘুরিয়ে উত্তর টা দিয়েছিলেন।

’নির্বাক কিছুক্ষন লোকটার দিকে তাকিয়ে কবিগুরু বললেন, ‘তা তো পারি। তবে কি জানো, এখন উপুড় হয়ে না লিখলে কি আর লেখা বেরোয়! পাত্রের জল কমে তলায় ঠেকলে একটু উপুড় তো করতেই হয়।”

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন