আমার জন্ম পরিচয়

Please log in or register to like posts.
পোস্ট

নিজের জীবন সম্পর্কে লিখতে বসে ভাবছি কি লিখবো, কোথা থেকে শুরু করবো । আবার এও সত্য সামান্য লেখায় একটা জীবনের সব কথা বলা যায় না, সম্ভব না,  উচিৎ ও না। তাই কিছু কথা আজ বলব , সব নয়। যতটা না বললেই নয়। সব কথা এখানে লিখতে গেলে লিখা শেষ করতে পারবোনা। একটা মানুষের জীবন মানে তো তার বিদ্যার দৌড় আর চাকরির র জীবন নয়। শৈশবের কয়েকটা ঘটনাও নয়। সব কিছু মিলিয়েই  একটা জীবন । জীবনের চিন্তাও আপনার জীবনীর অংশ হতে বাধ্য। এখানে কিছু লিখলাম, বাকিটা অন্য কোথাও অন্য কোন দিনে, অন্য কোন ভাবে দরকার হয় খন্ডাংশে ভাগ করে, টুকরো স্মৃতি হিসেবে লিখে রাখার ইচ্ছে আছে ।

আমার জন্ম ১৯৯২ সালের ২ অক্টোবরে । যদিও সার্টিফিকেটে সেটা ১৯৯৪ হয়ে দাড়িয়েছে। সার্টিফিকেটের বয়স দিয়ে তো আর আসল বয়স আটকানো যায় না।   জন্ম হয়েছিল, চট্টগ্রামে। সম্ভবত মেটানিটি তে । যেটা আন্দরকিল্লায় অবস্থিত। গ্রাম বাশখালী থানার কালিপুর গ্রামে । তারিখ টা অনুসারে দিনটা ছিল শনিবার । আমার মার নাম শাহানেওয়াজ বেগম, বাবা নাজিম উদ্দিন। বড় বনের নাম আসমা ফিরোজা বৃষ্টি । মার কথায় আমার জন্ম হয়েছিল ঠিক ফযরের আজানের সাথে সাথে।   একজন সন্তানের জন্মের সাথে জড়িত একজন মায়ের অসহ্য যন্ত্রনার ইতিহাস । মার এত মাসের গর্ভধারনের কষ্টের ঋন কোনদিন শোধ করা যাবেনা, জানি। মা কে প্রায় বলি” আল্লাহ তোমার সন্তান করে দুনিয়া তে পাঠিয়েছে, এ আমার অনেক বড় পাওয়া।” । জন্মের পর পর ই বাবা গ্রাম থেকে ছুটে এসেছিলেন, এটা সবার মুখে শুনি।

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন