বাঙালি জীবন ও বিশ্বকাপ উন্মাদনা : অঘটনের বিশ্বকাপ

Please log in or register to like posts.
পোস্ট
Russia_worldcup_2018

কারো চোখের অশ্রু ঝরছেই এখনো,কেউ বা কেঁদে মাটিতে লুটোপুটি খাচ্ছে এখনো!কেউ বা না খেয়েই ঘুমিয়ে পড়েছে প্রিয় দলের অপ্রত্যাশিত হারে!কেউ বা মন খারাপ করে না ঘুমিয়েই সারারাত কাটিয়ে দিয়েছে কান্না করেই!অনেকে ত রাগ করে।ভালোবাসা ব্রেকআপ করে দিছে প্রিয় দল হেরে যাওয়াতে,কেউ বা আদর করে টানানো পতাকা পুড়িয়ে দিয়েছে রাগে ক্ষোভে, কেউ বা ঘরের টিভিটা ভেঙে ফেলেছে প্রিয় দল হেরে যাওয়াতে।

অনেকে ত রীতিমত যুদ্ধে নেমেছে নিজের প্রয় দল নিয়ে,আমার দল এবার চ্যাম্পিয়ন হবেই!রাস্তায় রাস্তায় ব্যানার নিয়ে মিছিলেযোগ দিয়েছে অনেকেই!এর কারণ! প্রিয় দলের জয়!এক দলের সাপোর্টার রা অন্য দল কে নিয়ে ট্রল করতেও পিছিয়ে নেই কেউ কারো চেয়ে!যেন নিজেরাই খেলছে বিশ্বকাপে!সে কি উত্তেজনা!যেন যুদ্ধ জয় করে ফেলেছে নিজেরা!কে কাকে পচাতে পারে,তাতেই যেন মহা প্রশান্তি লাভ করছে সবাই!ফেসবুকের পাতা জুড়ে শুধুই প্রিয় দলের নাম!কেও বা 7আপ, কেউ বা ডিমের হালি বলে একে অপর কে পচাচ্ছে!তাতে সবাই কি যে পৈশাচিক আনন্দ পাচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা!বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা দৈরথ জন্মের পর থেকেই দেখে আসছি।এর শেষ হয়ত কিয়ামতের পরের দিন আসার আগে হবেনা।

বিশ্বকাপের শুরুতে সবার মুখে লেগে থাকে আশার প্রতিচ্ছছবি,প্রিয় দলের ট্রফি জয় টা থাকে সবার কাম্য!কিন্তু সবার আশা পুরণ হয়না!কারো আশা শুরুতেই বিলপ্ত হয়ে যায়!মাঝপথে থমকে যায় অনেকের প্রিয় দলের ট্রফি জয়!

এবারের রাশিয়া বিশ্বকাপ যেন বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য হয়ে এসেছে অভিশাপ রুপ নিয়ে!সবারস্বপ্নতরী ডুবিয়ে দেয়ার প্রত্যয় নিয়েই যেন রাশিয়া বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিলো!টুর্নামেন্ট এর শুরুতেই ২০১৪ সালে ট্রফিজয়ী জার্মানির বিদায়ে প্রথম অঘটনের জন্ম হয়!একে একে বিদায় নিতে থাকে সবার প্রিয় দল!দীর্ঘ হতে থাকে হতাশার মেলা!

জার্মানি কে দিয়ে শুরু,
একে একে বিদায় নেয় ফুটবল পরাশক্তি, স্পেন,পর্তুগাল সহ ফুটবলের পরাশক্তিগুলি, এমনকি আমার প্রিয় দল আর্জেন্টিনাও বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকেই!আমার চোখে সেদিন পানি আসেনি!কিন্তু বুক ফেটে গিয়েছিলো অজানা ব্যাথায়!
অনেকেই ট্রল করেছিলো,কিচ্ছু বলতে পারিনি,শুধু মুখ বুঝে সয্য করেছিলাম সব কিছু,জবাব দেয়ার ভাষা জানা ছিলোনা,
কারণ রাশিয়া বিশ্বকাপের আগমনবার্তায় যেন জানিয়ে দিয়েছিলো এবার বিশ্বকাপ টা হতে চলেছে অঘটনময়!

টুর্নামেন্ট এর খেলা যত এগিয়ে চলছিলো,ততই দীর্ঘ হচ্ছিলো সবার প্রিয় দলের বিদায়ী প্রতিযোগিতা!কেউ প্রথম রাউন্ড থেকেই গলায় পড়েছিলো বিদায়ের মালা,কেউ বা দ্বিতীয় রাউন্ড থেকে,কেউ বা কোয়াটার ফাইনাল থেকে বিদায় নিচ্ছে,
এভাবেই সাপোর্টার দের চোখের পানি ঝড়িয়ে বিদায় নিচ্ছে সবার প্রিয় দলগুলি।

ফেভারিট শক্তিশালী দল যখন খেই হারিয়ে বিদায়ের মালা গলায় পড়ছিলো!অন্যদিকে অল্পশক্তির রাশিয়া আর ইংল্যান্ড এর মত দল কোয়াটার ফাইনালে পা দিয়ে বসে রয়েছে!একে অঘটন না বলে ফুটবলের আরেক রুপ ও বলা চলে।রাশিয়া বিশ্বকাপ টা যেন চমকে ভরপুর!প্রতিনিয়ত সবাইকে চমকে দিচ্ছে রাশিয়া বিশ্বকাপ।

ফুটবল ভালোবাসি আমরা সকলেই,এই ফুটবলের সৌন্দর্য টা যারা ফুটিয়ে তুলেছে আপন কারিশমা দিয়ে,সেই ফুটবল যাদুকর,লিউনেল মেসি, রোনালদো, ওজিল, ইনিয়েস্তা রা বিদায় নিয়েছেন টুর্নামেন্টের মাঝপথেই।হয়ত সেই লিজেন্ড দের ফুটবল যাদু আর দেখবেনা বিশ্ব!তবে তাদের মন জুড়ানো খেলার কথা মনে রাখবে সারা দুনিয়া!অনেকে ত অভিমানে বিদায় জানিয়ে দিয়েছেন ফুটবল কেই!তাই বিশ্বকাপের ম্যাচ গুলিই তাদের জন্য শেষ খেলা!আমরা চাইলেও তাদের নিয়ে ফুটবল উন্মাদনায় মেতে উঠতে পারবোন কখনো!তাইতো রাশিয়া বিশ্বকাপ ডেকে এনেছে অঘটনের,ঝড়িয়েছে ফুটবল প্রেমীদের চোখের অশ্রু,
ভেঙে দিয়েছে সবার মনে জমে রাখা প্রিয় দলের জন্য ভালোবাসার তাজমহল।

আর্জেন্টিনা,  জার্মানি,  স্পেন, পর্তুগাল  সহ বড় বড় ফুটবল পরাশক্তির দেশ গুলি যখন শুরুতেই বিদায় নিয়ে চলে গেলো!
তখন আমাদের সবার কাছেই বিশ্বকাপ টা তার রঙ হারিয়ে ফেলেছিলো!তখন ও টিকে ছিলো ব্রাজিল!যে দেশ টি নেইমার, মার্সেলো দের নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলো অঘটনের মাঝেও!টিকে রয়েছিলো ফুটবলের কিছুটা আনন্দ উত্তেজনা,
আর্জেন্টিনা , স্পেন জার্মানি দল গুলি হেরে যাওয়াতে ব্রাজিল সাপোর্টার রা তাদের নিয়ে কম ট্রল করেনি,তবুও ব্রাজিলের ট্রফি জয় টা আশা করেছিলাম একজন আর্জেন্টিনা সাপোর্টার হয়েও!কারণ আমি ফুটবল ভালোবাসি,ট্রল বা হেট নয়! কিন্তু রাশিয়া বিশ্বকাপ যে অঘটনের বিশ্বকাপ! তা নতুন করে সবার জানা হয়ে গেলো, যখন বেলজিয়ামের কাছে হেরে ফেভারিট ব্রাজিল ও বিদায় নিলো সাপোর্টার দের চোখের পানি ঝড়িয়ে।
ফিকে হয়ে গেলো বিশ্বকাপের রঙ!

এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কম জল ঘোলা হয়নি,কথা কাটাকাটি, মারামারি, হাতাহাতি, বন্ধু পরিনত হয়েছে শত্রু তে,ব্রেকআপ হয়েছে আর্জেন্টাইন বয়ফ্রেন্ড দের সাথে ব্রাজিল ভক্ত গার্লফ্রেন্ডের!কত মজার সাথে অহেতুক ঘটনার জন্ম দিয়েছে এই বিশ্বকাপ!কী হয়নি, সব হয়েছে প্রিয় দল কে সাপোর্ট করতে যেয়ে,বাংলাদেশে যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলো, এক ভাগ ব্রাজিল, আরেকভাগ আর্জেন্টিনা,কে কাকে পচাবে, কে কাকে নিয়ে বেশী ট্রল করতে পারে,তাতেই যেন প্রশান্তি লাভ করবে সকলে,আর্জেন্টিনার বিদায়ে তা রুপ নিয়েছিলো রাজনীতি তে,এক হালি ডিম বলে পচিয়ে ছেড়েছে আর্জেন্টাইন ভক্তদের,ব্রাজিলের হারে ২ লিটার সেভেন আপে রুপ নেয় তা।

মিছিল করে আনন্দ করা, রাত জেগে খেলা দেখা, প্রিয় দলের জয়ে হাত তালি দেয়া, কিছু বাকি নেই,
প্রিয় দলের জার্সি গায়ে ছবি তোলা, সে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রোফাইলে আর্জেন্টিনার জার্সি গায়ে ছবি দিয়েছি আমিও!
এমন হাজারো ফুটবল প্রেমীদের আনন্দ ফুরালো ব্রাজিলের হারে,আর কেও রাত জেগে খেলা দেখবেনা,ভাঙা মন নিয়ে,
আর কেও মারামারি কথা কাটাকাটি করবেনা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে,আর ফেসবুকের পাতায় ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে লেখা দেখা যাবেনা হয়ত, বিশ্বকাপ শুরু হওয়াতে প্রিয় দলকে সাপোর্ট ককরতে যেয়ে বন্ধু থেকে শত্রু তে পরিণত হওয়া ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার রা আবার কাধ মিলিয়ে হাটবে, এটাই হয়ত বড় পাওয়া,কারণ ফাইনলা এর আগেই বিশ্বকাপের রঙ হারিয়ে গেছে অঘটনের স্বীকার হয়ে।কারণ আর্জেন্টিনা আর ব্রাজিল যে বিদায় নিয়েছে জার্মানি,  স্পেন, উরুগুয়ে সহ ফেভারিট দলগুলির সাথে,

একে একে সব শক্তিশালী দল যখন বিদায় নিয়ে চলে গেছে এবারের আসর থেকে, তখন অল্পশক্তির রাশিয়া, ইংল্যান্ড,  সম্মানের সাথে টিকে রয়েছে ফিফার এই সবচেয়ে বড় টুর্নামেন্ট এ,এবারের গোল্ডেন বুট হয়ত আনকোরা কোন প্লেয়ারের হাতেই উঠবে,
হয়ত মেসি রোনালদো রা পিছিয়ে থাকবে প্রতিযোগিতা থেকে,কিন্তু তাদের মনে রাখবে সারা দুনিয়া।সেরা লিজেন্ড দের বিদায়ে, শক্তিশালী দল গুলির অঘটনের জন্ম দিয়ে বিদায় নেয়াতে বিশ্বকাপ তার রঙ হারিয়েছে,ফিকে হয়ে গেছে সব আনন্দ উত্তেজনা।

এবারের বিশ্বকাপ টা হয়ত কোন তারকাহীন দলের হাতেই উঠবে,কে যানে অঘটনের জন্ম দিয়ে রাশিয়ার মত দলের হাতে যদি বিশ্বকাপ ট্রফি উঠে যায়!তবে অবাক হওয়ার কিছুই থাকবেনা।

কারণ এবারের বিশ্বকাপ টা যে অঘটনের বিশ্বকাপ!

 

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন