উন্নত জীবন

Please log in or register to like posts.
পোস্ট

লিখেছেনঃ  Mobarak Hossain

রচনাকালঃ জুলাই ১০,২০১৮

 

স্যারের সাথে কথা হচ্ছিলো ব্যাংকে দুর্নীতি এবং মানি লন্ডারিং বিষয়ে। স্যার বললেন, উৎসে যদি দুর্নীতি ঠেকানো না হয় তাহলে মানি লন্ডারিং হবেই। মানুষ অর্থ প্রাপ্তির পর সে টাকা তো পানিতে ফেলে দিবেনা বা আগুনে পুড়ে ফেলবেনা। সো বিনিয়োগে নজরদারি করেন আর যাই করেন মানি লন্ডারিং হবেই। উৎসে দুর্নীতি কে আপনি আটকাচ্ছেন না তাহলে বিনিয়োগে আটকাচ্ছেন কেনো? বিনিয়োগের সময় নিজের ভাগ পাচ্ছেন না বলেই কি আটকাচ্ছেন?

–চট্রগ্রামে ম্যাক্স হাসপাতাল কে কেন্দ্র করে এই কয়দিন যা হলো এবং হচ্ছে সেটা খুব দুঃখজনক ব্যাপার। ধরে নিলাম, ম্যাক্স হাসপাতালে ভালো চিকিৎসা হয়না, মেয়াদোত্তীর্ণ মেশিন এবং ঔষধ আছে, পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের অভাব, প্রশিক্ষত নার্সের অভাব এবং প্রশাসনিক অসচ্ছতা বিদ্যমান৷ কথা হলোঃ আমরা কি পুরা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হালচাল জানিনা? আমরা কি পুরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানিনা? আমরা কি জানিনা মার্কেটিং ব্যয়ের কারণে মেডিসিনের দাম বেশী? আমরা কি জানিনা এই দেশের ঔষধের গুনগত মান কেমন? আমরা কি জানিনা এই দেশের ডায়াগনস্টিক এর মান কত উন্নত? আমরা কি জানিনা, প্রাইভেট ক্লিনিকের ডাক্তারের অপর্যাপ্ততা সম্পর্কে? আমরা কি জানিনা প্রাইভেট ক্লিনিকে রোগী এবং নার্সের অনুপাত কেমন? আমরা কি জানিনা এই নার্সদের মধ্যে কতজন ডিগ্রীপ্রাপ্ত?? প্রাইভেট মেডিকেল গুলোর শিক্ষার মান সম্পর্কে আমরা কি জানিনা? ওদের কতজন নিজস্ব প্রফেসর আছে আমরা কি জানিনা??

–এতো অপর্যাপ্ত রিসোর্স (ডাক্তার এবং নার্সের সংকট, মেশিনারির সংকট) থাকা স্বত্তেও এই প্রতিষ্ঠান গুলো কিভাবে অনুমোদন পায় , কিভাবে ব্যবসা কার্যক্রম চালায় সেটা কি আমরা বুঝিনা? এই প্রতিষ্ঠান গুলো সেবা নাকি ব্যবসার মন মানষিকতা নিয়ে গড়ে উঠেছে সেটা কি আমরা জানিনা??

–ডাক্তারী একটা মহৎ পেশা। সেটা মেনেই প্রত্যেক ডাক্তার এই পেশায় আসে। দোষ ডাক্তারদের না দিয়ে আগে সিস্টেম কে দেন। সবচেয়ে মেধাবী ছেলেমেয়ে গুলো কচি মন অবস্থায় মানব সেবাকে প্রাধান্য দিয়ে এই পেশায় আসছে। রাষ্ট্র তাদের কে একটা ভালো সিস্টেম দিক৷ যারা স্বাস্থ্য ক্যাডারে আছে তাদের কে ক্যাডারে যোগ্য সম্মান দিক। দেশে সুন্দর একটা সিস্টেম করে দিক৷ বাকি সব এমনিতেই ঠিক হয়ে যাবে। এখনো পর্যন্ত এই দেশের বেশিরভাগ মানুষের শেষ আশ্রয়স্থল সরকারী মেডিকেল। একবার দেখে আসেন বেশীরভাগ ডাক্তার দিন রাত পরিশ্রম করে চলেছে। সেবার শপথ নিয়ে এই প্রফেশনে আসছে বলে আমি আপনি ডাক্তারদের খোচা দিচ্ছি। সরকার রাষ্ট্র তাদের প্রতি কতটুকু দায়িত্ব পালন করছে?

–কিছুদিন আগে আমার কলিগ কে নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। কয়েকটা ছেলে ঠান্ডা মাথায় সবার কথা শুনে শুনে গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা যেভাবে সেবা দিচ্ছিলো চোখ দিয়ে পানি চলে আসছে। আমার কাছে ডাক্তারের জন্য রেস্পেক্ট অন্য লেভেলে।

–কোন পক্ষ কি করতে পারতো সেটা নিয়ে কথা বলবোনা। এক ম্যাক্স হাসপাতাল কে কেনো শাস্তি পেতে হবে? বাকিদের কি হবে? যে অপরাধীর টাকার অভাব নাই তাকে এই অর্থদন্ড করে আদৌ কি লাভ হবে?

–স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন দরকার। স্বাস্থ্য ব্যবস্থার গুনগত মানোন্নয়ন দরকার। স্বাস্থ্য ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রন দরকার

 

 

লিখেছেনঃ  Mobarak Hossain

রচনাকালঃ জুলাই ১০,২০১৮

ফেসবুক কমেন্টস

Reactions

0
1
0
0
1
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

1
1

মন্তব্য করুন