মনে হয় বৃষ্টি একটু কমেছে, ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে এখন, ছাতা লাগবে না ভাবতে ভাবতেই অফিসের জন্য রওয়ানা দেয়া। গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে একটা সিএনজির দেখা পেলাম। বিরক্ত ,আমার হঠাৎ পাশে দাঁড়ানো মেয়েটার সাথে eye contact হয়। অফিস যাওয়ার পথে মেয়েটাকে অাগেও দেখেছি। সম্ভবত এদিকটা কোথাও থাকে।
কেমন আছেন ভাইয়া ? মেয়েটি প্রশ্ন করে
– ভালো, অাপনি?
– ভালো ।
– অাপনি কি জিইসি দিয়ে যাবেন? কাইন্ডলি যদি অামাকে একটু ড্রপ করে দিতেন..
– হুমম, ঠিক অাছে অাসুন।
অতপর একটু মিষ্টি হাসি দিয়ে বলল ধন্যবাদ। 😊
তারপর কিছুটা দুরত্ব পর্যন্ত দুজনেই চুপ ।
হঠাৎ বৃষ্টি ইলশে গুড়ি থেকে ঝুম অাকার ধারণ করে। অামি গ্রিলের ফাকে অপলক তাকিয়ে দেখি সবাই ছাতা মেলে পানির হাত থেকে গা বাঁচায়। অামার ভাবনায় ছেদ পড়ে তার জিজ্ঞাসায়-
– ছাতা নেই সাথে?
— না।
– বৃষ্টির দিনে ছাতা না এনে এরকম বোকামি কেউ করে ?” (কিছুটা অনুযোগের সুরেই প্রশ্ন করে সে)
অামি তার প্রশ্নের উত্তর না দিয়ে মৃদু হাসলাম।
“Versity বাসের জন্য wait করছি অনেকক্ষণ ধরে” । বলে উঠে মেয়েটি ।
অামি বললাম, ” ও অাচ্ছা।”
— ভাইয়া আমাকে এদিকটায় নামতে হবে ।
— ঠিক আছে ভালো থেকো ।
— ছাতাটা রেখে দেন, নাহলে ভিজে যাবেন ।
কথাটা শুনেই অামি কিছুটা স্থম্ভিত হয়ে গেলাম।
নিজের বোধ ফিরে অাসতেই জিগ্গাসা করলাম
— কিন্তু ছাতা ফেরত দেব কিভাবে?
তার স্বতস্ফূর্ত উত্তর
– কাল দিয়েন, আমি চললাম bye ।
কিছু বুঝতে পারার অাগেই সে চলে যায়। অামি অাকাশের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি বাড়তে থাকে। অবিরাম বৃষ্টি…..
চলবে ,…………
Mamunur Rashid এর আরো জীবনের গল্প পড়তে ক্লিক করুন নিচের লিংকে
স্বপ্ন নয় , হয়ত এটাই বাস্তব !!