হৃদরোগে আক্রান্ত আর্চি শিলার এর ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ

Please log in or register to like posts.
পোস্ট

হৃদরোগে আক্রান্ত আর্চি শিলার এর ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ     

ক্রিকেট পাগল অস্ট্রেলিয়ায় জন্ম আর্চি শিলারের। রক্তে যাদের আজন্ম আগ্রাসন , হার না মানা সেই ডন ব্র্যাডম্যানের দেশে জন্ম আর্চির।  আর্চির ছোট বেলা থেকেই বেড়ে ওঠার পথে স্বপ্ন সে ক্রিকেটার হবে, মাথায় অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রীন ক্যাপ চাপিয়ে নেমে যাবে ২২ গজের ক্রিকেট মাঠ শাসন করতে। ছোট আর্চির সেই স্বপ্ন ধারন করা হৃদয়টা আর্চির সাথে বড় বেয়াড়া আচরণ  করছে সেই ছোটবেলা থেকেই।

ক্রিকেট পাগল আর্চি জটিল হৃদরোগে আক্রান্ত। প্রথমবার অস্ত্রোপচারের  টেবিলে যেতে হয়েছিল তাকে তিন মাস বয়সে। স্বপ্ন ঘুড়ি বাতাসে ভাসার আগেই যেন তাঁর লেজ কেটে দেওয়ার পায়তারা করছে প্রকৃতি! ক্রিকেট তবুও আর্চির অন্তরে বাসা বাঁধে ।  তাঁর বয়স মাত্র সাত। এর মধ্যেই তাঁর ১০ বারের বেশি অস্ত্রোপচার এর সম্মুখীন হতে হয়েছে। হয়ত অদূর ভবিষ্যতে আরো অনেক বার আর্চির এই শরীরে অস্ত্রোপচার করতে হবে। আর্চি কিন্তু তাঁর এই ভঙ্গুর হৃদয়ে মোহাচ্ছন্ন হয়ে ভাবে সে ক্রিকেটার হবে। আর্চি এখনো আশা ছাড়েনি।  

অমিয়মিত হৃদপিণ্ডের সমস্যা আর্চি শিলারের নিয়মিত স্বপ্নকে  দমিয়ে রাখতে পারেনি মোটেও। আর্চির আসলে বেঁচে থাকা নিয়েই সংশয় ।  কিন্তু আর্চি তো ক্রিকেটার হয়ার স্বপ্নকে বুকে লালন করে। বন্ধুদের সাথে খেলায় ভালো লেগ স্পিনারের তকমাও জুটিয়ে ফেলেছে আর্চি।  আর্চি শিলার মনে প্রানে স্বপ্ন দেখে সে ক্রিকেটার হবে… তাঁর স্বপ্নকে প্রতীকী রুপে বাস্তবায়নে এগিয়ে এলো মেক আ উইশ নামের দাতব্য প্রতিষ্ঠান।   আর একদিন আর্চি একটা কল পেলো……

 

‘হ্যালো আর্চি, আমি জাস্টিন ল্যাঙ্গার বলছি।’

‘হাই জাস্টিন।’

‘তোমার জন্য একটা সুখবর আছে, আর্চি। মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য আমরা তোমাকে দলে নিচ্ছি।’    ————-সূত্রঃপ্রথম আলো    

মুগদ্ধতা আর ক্রিকেটিয়  ভালোবাসা ঘিরে ধরেছিল আর্চিকে।

ফোনেই জাস্টিন ল্যাঙ্গার তাকে জানালেন তাকে বক্সিং ডে টেস্টের জন্য দলে নেওয়া হলেও খেলানো হবে কিনা এ ব্যাপারটা নিশ্চিত নয়। বিশ্বাসে ভরপুর আর্চি তখন বলে উঠে

‘খেলতে পারলে আমি তোমাকে বিরাট কোহলির উইকেটটা এনে দিতে পারব।’ ———————————————–  সূত্রঃপ্রথম আলো

বক্সিং ডে টেস্টে অবশেষে আর্চির স্বপ্ন পূরন হলো।   ব্যাগি গ্রীন মাথায় চেপে টিম পেইনের সাথে টস করতে মাঠে নামেন আর্চি শিলার।  সামনে ছিলেন প্রতিপক্ষের কাপ্তান ভিরাট কোহলি। ধারাভাষ্যকারদের মাঠ সম্পর্কে নিজের মতামত   জানিছেন আর্চি শিলার। নিজের টিমমেটদের দিয়েছেন টোটকাও ছক্কা মারো, উইকেট নাও।

Archie SchillerArchie Schiller

সারাদিন বোধয় আর্চি শিলারের চেয়ে বেশি খুশি কেউ ছিলেন না।  তাঁর স্বপ্নের দলের সাথে একি ড্রেসিং রুম শেয়ার, সেই টিমের কাপ্তান হওয়া, সে টিমের সাথে এমনকি ওয়ার্মআপ করা। হোক না প্রতীকী , তবুও আর্চি শিলার তাঁর স্বপ্নের কাছ থেকে একবার ঘুরে তো আসলো।

এমন ও তো হতে পারে সময়ের ব্যবধানে একদিন এই আর্চি আবার অস্ট্রেলিয়ার হয়ে  ব্লেজার গায়ে চেপে, ব্যাগি গ্রীন ক্যাপ্টা মাথায় পড়ে নেমে পড়বে মাঠে। সেদিন হয়ত সত্য সত্য  ২২ গজে বলের ঘূর্নীতে ব্যাটসম্যানদের  নাকানিচুবান খাওয়াবে, বা ব্যাট হাতে বোলারদের রাতের ঘুম হারাম করে দিবে!

 আর্চি যদি বিশ্বাস রাখতে পারে আমরা কেনো নয়!  তখন হয়ত  আমরা আবার বলে উঠবো , কিছুক্ষন পরি টিম নিয়ে মাঠে নামবেন  আর্চি শিলার*।

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন