শিক্ষাজীবন ও কর্মক্ষেত্র

Please log in or register to like posts.
পোস্ট

 

কোন একাডেমিক পরীক্ষায় প্রথম হওয়ার সৈৗভাগ্য হয়নি তবে প্রথমের সান্নিধ্য পেয়েছি প্রচুর। যে স্কুলে আমার গড়ে ওঠা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এ অঞ্চলের প্রথম আধুনিক স্কুল। শুধু প্রতিষ্ঠায় নয়, শতাধিক বছর ধরে লেখাপড়া থেকে খেলাধুলা – প্রথমের ঐতিহ্য ধরে রেখেছে কলেজিয়েট। এ দেশের প্রথম নোবেল লরিয়েট ড. ইউনুস এ স্কুলের ছাত্র। নোবেল পুরস্কারের জন্য মনোনিত প্রথম বিজ্ঞানী জামাল নজরুল ইসলামও এখানে পড়েছেন। আমার পড়া আরেক শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজও এ অঞ্চলের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানেও প্রতিষ্ঠা থেকে আজ পর্য়ন্ত সব ক্ষেত্রে প্রথমের ইতিহাস অনপনেয়।
আমার এক দশকের কর্মক্ষেত্র Sunshine Grammar School and College এ শহরের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল – প্রথম প্রতিষ্ঠান যেখান থেকে চট্টগ্রামবাসী ব্রিটিশ কারিকুলামে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা দেয়ার সুযোগ পায়। এ স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ Safia Ghazi Rahman এর ব্যাক্তিগত উদ্যোগ এর কারণেই ঢাকার পরিবর্তে চট্টগ্রামের পরীক্ষার্থিরা প্রথম চট্টগ্রামেই পরীক্ষা দিতে পারে। 1985 তে প্রতিষ্ঠার পর থেকে সানশাইনও ধরে রেখেছে প্রথম হওয়ার ঐতিহ্য। নিজে কখনও প্রথম না হয়েও এখানে থেকে সেইসব মেথাবীদের তৈরিতে ভূমিকা রাখতে পেরেছি যারা প্রথম হয়েছে সারা বিশ্বে। উনিশশত পঁচাশির জানুয়ারিতে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি তেত্রিশ বছর পেরিয়ে চৌত্রিশে পা রাখল। রঙ বেরঙের ঘুড়ি উড়িয়ে দেশিয় ঐতিহ্যে পালিত হল প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠার এই শুভ ক্ষণে বিধাতার কাছে প্রার্থনা সানশাইনের প্রথম হওয়ার ধারাবাহিকতা যেন টিকে থাকে অনন্তকাল। দোয়া চাই যেন সততা আর আত্মসম্মান নিয়ে থাকতে পারি প্রথমের সাথে।

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া