আরব ভূমিকে কেন মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর আগমনের জন্যে নির্ধারিত করা হলো?

Please log in or register to like posts.
পোস্ট

আরব ভূমিকে কেন মহানবী হযরত মুহাম্মদ (সা:)  এর আগমনের জন্যে নির্ধারিত করা হলো?এই প্রশ্নটা অনেকের মনেই আসে, আমার মনেও এসেছিল। এই পৃথিবীতে এত জায়গা থাকতে বিশ্ব নবীকে কেনো আরব ভূমিতে প্রেরন করা হলো ।  আমরা যদি বিষয় টি নিয়ে গভীর ভাবে চিন্তা করি ,তবে বিষয়টি দিবালোকের মত পরিস্কার হয়।

তিনি শেষ নবী, তাঁর পরে আর কোন নবী আসবেন না। রোজ কেয়ামতের পূর্ব পর্যন্ত আমাদেরকে  একমাত্র তাঁর মাধ্যমে আসা আইন কানুন অনুসরন করতে হবে। অতীতে সকল ধর্ম গ্রন্থ বিনষ্ট বা বিকৃত হয়েছে,কিন্তু বিশ্ব নবীর উপর যে মহা গ্রন্থ অবতীর্ন হয়েছে তা সম্পূর্ন শুদ্ধ অবস্থায় বিরাজ করবে। কোন অপবিত্রতা এই গ্রন্থ কে স্পর্শ করতে পারবেনা । বৈজ্ঞানিক উপায়ে সর্বোপরি মহান আল্লাহ কতৃক এই মহান গ্রন্থ সংরক্ষিত । সব কিছু যদি আমরা বিবেচনায় আনি, যেখানে প্রথম মানবের আগমন ঘটেছিল, সমস্ত পৃথিবীতে মানুষের বিস্তার যে জায়গা থেকে, সেখানে সমগ্র বিশ্বের মানব জাতীর নেতা হযরত  মুহাম্মদ (সা:) আগমন ঘটা সর্বাধিক যুক্তিসঙ্গত ।আরব ভূমিতেই অবস্থিত মহা সম্মানীত খানায়ে কা’বা । সৃষ্টি লগ্ন থেকে যেখানে গোটা পৃথিবীর দূর-দূরান্তের মানুষ সমবেত হত, পদব্রজে বা বিভিন্ন বাহনে করে,  সে আরব ভূমি ই ছিল মহানবী হয্রত মুহাম্মদ সা: , এর আগমনের জন্যে উপযুক্ত স্থান । সবকিছুই আল্লাহর ইচ্ছা । তিনি ই ভালই জানেন।

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন