রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন বাঙালি নারীবাদী লেখিকা ও সমাজকর্মী।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ( ৯ ডিসেম্বর ১৮৮০ – ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম বাঙালি সাহিত্যিক ও সংস্কারক।হাতে গোনা কয়েক জন সমাজ সংস্কারকের মধ্যে তিনি ছিলেন অন্যতম।তিনি ছিলেনএক উজ্জ্বল আলোক শিখা। বাঙালি নারীদের সার্বিক উন্নয়নে কাজ করেছেন নিরলস ভাবে।তাঁকে বলা হয়ে থাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত । তাঁর পৈত্রিক নাম “রোকেয়া খাতুন”। বৈবাহিকসূত্রে নাম “বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন”।
বেগম রোকেয়া যে সময়টায় জন্মেছিলেন সেটা ছিলো নারী দের জন্য ঘোর অমানিশার যুগ।১৮৮০ সালে রংপুর জেলার, মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মেছিলেন। তাঁর পিতার নাম জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। যিনি ছিলেন একজন সম্ভ্রান্ত ভূস্বামী । নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার মায়ের নাম রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। বেগম রোকেয়া তার সাহিত্যানুরাগী ভাই বোন দের দ্বারা অনুপ্রানিত হয়েছিলেন সাহিত্য সাধনায়।তিনি নিজেও শিক্ষার্জন এর জন্যে প্রবল আগ্রহী ছিলেন। বেগম রোকেয়ার দুই বোন করিমুননেসা ও হুমায়রা, আর তিন ভাই। এক ভাই অবশ্য শৈশবেই মারা যায়।