জীবন কত যে রুপের। সহস্র রুপের মাধুরী মিশিয়েই আমাদের এই জীবন। এ জীবনে আছে ভালো মন্দের মিশেল। – জীবন শব্দটা কতটা ছোট! অর্থটা ততই বিশাল। হাজার গ্রাম, হাজার নগরের মাঝে তিলতিল করে বেড়ে উঠে জানা-অজানা অসংখ্য জীবন। কিছু জীবনের নাম হয়না, আবার কিছু জীবন নামের জন্যই।
আমার এ ক্ষুদ্র জীবনে জানা-অজানা অজস্র জীবনের সম্মুখীন আমি হয়েছি। কারো জীবন আমায় ভাবিয়েছে কারো জীবন আমায় হাসিয়েছে। কিছু জীবন আমাকে একেবারে অন্তরের ঠিক ভেতরে ছুয়ে দিয়েছে। অভিনন্দন সকল জীবনকে । কৃতজ্ঞতা সকল জীবনের পরম সত্য মহান সৃষ্টিকর্তার দরবারে।
তিনি সৃষ্টি না করলে এই ভূবনের রুপ লাবন্যের কিছুই যে দেখা হতনা! কত রুপ! কত প্রাণের কত কথা। আবার সবার জীবন এক না। একি প্রানরস থেকে সৃষ্টি যে মানুষ তাঁর মাঝেও কত মিশ্র গল্পের সমাহার। সবাই এক আবার সবাই এক নয়! একি মানুষকে বদলে দেয় পরিবেশ। স্থান কাল ভেদে একি মানুষের হরেক রুপ আমাদের চোখে ধরা দেয়।
যিনি তাতি তিনিও যেমন মানুষ, যিনি সাধক তিনিও মানুষ। তবে মানুষে মানুষে আছে তফাৎ । সবার জীবন এক নয়। তফাৎ গুলো বাদ দিলে সবাই তো মানুষ!
একজন জেলের কথা জানি, যিনি দিনে আনে দিনে খায় গোত্রের। তিনি সেই ভোরে তাঁর নৌকায় ছেড়া পাল লাগিয়ে মাছ ধরার নৌকা নিয়ে বেড়িয়ে পড়েন। সাথে থাকে শত দিনের পুরনো বন্ধু- শতছিন্ন আর শত জায়গায় জুড়ে দেওয়া জাল। কখনো মাঝি ভাইয়ের কপালে ভালো কিছু জুটে কখনো নয়। কিন্তু এই নিয়ে তিনি খুশি। তাঁর বিশ্বাস তাঁর কপালে যা আছে তা কেউ কেড়ে নিতে পারবেনা। তিনি যে খুশি আছেন, তা তাঁর দিদার মনের হাশি আর সুগঠিত পেশির ঝলকেই বোঝা যায়।
আরেকজনকে চিনি- তিনি বিশ্ববিদ্যালয়ের আঙিনা মাড়িয়ে ডক্টরেট নামক বিদ্যেও নিজের ঝুলিতে পুরেছেন। তিনি গবেষণা করেন কিভাবে জনজীবনের মান উন্নয়ন হবে এই নিয়ে। তাঁর বিদ্যার ঝুলিতে যা আটে, আর অভিজ্ঞতার দৌড়ে যতটা করা যায়, তাঁর সবটাই তিনি করছেন। তিনিও তাঁর জীবন নিয়ে খুশি।
দুজনেই তারা মানুষ। দুজনেই তারা ভাই। দুজনেই খুশি। নিজ নিজ ক্ষেত্রে দুজনেই সফল। কিন্তু এরটা ওর সাথে মিলাতে গেলেই বিপদ। একজন পাড়ি দিয়েছিলেন সেই ছোটবেলায় বিদ্যার্জনের জন্য সুদূরে । আরেকজন নিজের ভিটের কাছেই মাছ ধরেন। তিনি অন্যের ও নিজের মাছের যোগান দিয়ে চলেছেন। বিদ্যান ব্যক্তি খাদ্যের জন্য যেমন জেলেদের, কৃষকদের উপর নির্ভরশীল, একিভাবে কৃষক বা জেলে যে সমাজে থাকে সে সমাজকে এগিয়ে নিতে বিদ্যার ঝুড়ি নিয়ে, শিক্ষার ও উন্নয়নের কাজকে এগিয়ে নেন বিদ্যানরাই।
একজীবনকে আরেকজীবনের মাপকাঠি করতে গেলেই বিপদ! কারন – জীবন যেখানে যেমন!