বিখ্যাতরা কেমন ছিলেন? তাদের শিশুকাল কেমন ছিল?
খ্যাতিমানদের নামের সাথে জড়িয়ে থাকে কিছু বিখ্যাত মজার ঘটনা অথবা তারা বিখ্যাত বলেই ঘটনাটা আমরা জানতে পেরেছি। এমন ঘটনা সাধারন অনেকের জীবনেই ঘটে, হয়ত আমরা জানিনা। যাক সে কথা , আসা যাক আইনস্টাইন ও গরম স্যুপ এর কথায়। আইনস্টাইন ছোট বেলা থেকেই স্বল্পভাষী ছিলেন । ইতিহাসে, তার সম্পর্কে প্রচলিত ঘটনার মধ্যে স্যুপের ঘটনা টি বেশ মজার। তিনি দেরিতে কথা বলা শিশুদের দলে ছিলেন এবং এটা নিয়ে স্বাভাবিক ভাবেই তার পিতামাতা চিন্তিত ছিল।
তারা আইনস্টাইনের মানসিক বৃদ্ধি নিয়ে বেশ চিন্তায় ছিলেন। অবশেষে নয় বছর বয়সে আইনস্টাইন কথা বললেন, রাতে খাবার টেবিলে বসে।আইনস্টাইনের প্রথম সম্পূর্ন বাক্য ছিল “স্যুপ অনেক বেশি গরম” । পিতামাতার মনে শান্তি ফিরে এলো এই ভেবে যে , আইনস্টান অবশেষে কথা বলেছেন।
তারা আইনস্টান কে জিজ্ঞেস করলেন “কেনো তুমি এত দিন কথা বলনি?”
আইনস্টাইন উত্তরে বললেন “ কারন এত দিন পর্যন্ত সবকিছু নিয়ম মাফিক চলছিল”
রেফারেন্স
১ https://ask.metafilter.com/176912/Funny-Stories-about-Famous-People
২ http://www.neatorama.com/2007/03/26/10-strange-facts-about-einstein/