৩য় বিশ্বযুদ্ধ নিয়ে সবাই ভয়ে! ভয়টাই স্বাভাবিক । অনেক ভাগ্যে পাওয়া প্রানটা খোয়াতে চাইবে কে! তবে ইউএস আর নর্থ কোরিয়ার শক্ত অবস্থান যে ভালো ফল আনবেনা সেটা নিয়ে সবাই ভয়েই আছে। এক হাত বেজে উঠলে আরেক হাত থেমে থাকবেনা নিশ্চয়ই । এই তো এই বছরের জুনে ইউনাইটেড এস্টেডস সফল ভাবে নিক্লিয়ার টেস্ট সম্পন্ন করেছে, নর্থ কোরিয়া তো তাঁদের নিক্লিয়ার শক্তি বাড়িয়েই চলছে,এমন গুজবের অভাব নেই। তবে এটা ঠিক ৩য় মহাযুদ্ধে পৃথিবীর ভবিষ্যৎ গতিপথ বদলে যেতে পারে! আশা করছি তেমনটা হবেনা!
তবে ‘যদি’ বলে একটা শব্দ থেকেই যায়! আর অবস্থা দৃষ্টিতে সে সম্ভাবনা কে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা মোটেই! কোথায় সে দেশ যেখানে ৩য় মযুদ্ধের ছোয়া লাগবেনা! আগ বাড়িয়ে বলাটা নিতান্তই বোকামির কাজ । তবে সবকিছু বিবেচনা করে, আর ভৌগলিক ভাবে, এখনই কিছু দেশকে ৩য় বিশ্বযুদ্ধের ভয়াল হাতের ছোয়ার বাইরে রাখাই যাই, আসুন জেনে আসি সেসব দেশ সম্পর্কে।গ্লোবাল পিস ইন্ডেক্স এর মতে ইউ কে এর পজিশন সেখানে ৫৭ তম! আসুন গ্লোবাল পিস ইন্ডেক্স এর মতানুযায়ি শান্তির দেশ গুলো সম্পর্কে জেনে আসি।
১ম স্থানে আইসল্যান্ড । এটা হতে পারে ৩য় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আদর্শ দেশ। সেখানে জীবন হতে পারে শান্তির। আইস্ল্যান্ড এ অপরাধ প্রবনাতাও কম। আগ্নেয়গিরির অগ্নুৎপাত ই এখানের একমাত্র ভয়, ভেতরের আপদ নেই, বাইরের দেশ থেকে বিপদের হুমকি নেই। ৩য় বিশ্বযুদ্ধের জন্যে তাই শান্তির জায়গায় প্রথম স্থানে আইসল্যান্ড।
২য় অবস্থানে আছে নিউজিল্যান্ড । নিউজুল্যান্ড দেশটির অবস্থান ই এর নিরাপদ হিসেবে চিহ্নিত হওয়ার প্রথম কারন। বিপদজনক বিভিন্ন দেশ থেকে এর অবস্থান যথেষ্ট দূরে । নিউজিল্যান্ড এ অপরাধপ্রবনাতা কম, রোগের সংখ্যা কম। তাই নিরাপদ দেশের তালিকায় এটি ২য়।
আস্ট্রিয়া থাকছে ৩য় অবস্থানে। অপরাধ প্রবনতা খুবি কম, যদিও হালকা হাতসাফাইএর কাজ এখনো চলে। টেররিসম বর্তমানে এখানে একটা সমস্যা। তবে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে, অস্ট্রিয়াকে রাখা যায় ৩য় বিশ্বযুদ্ধ চলাকালীন সান্তিময় দেশের তালিকায় ৩য় অবস্থানে।
পর্তুগালকে চতুর্থ শান্তির দেশের তালিকায় রাখা যায় এর কম অপরাধ প্রবনতার কারনে। এশাড়াও এটা সম্পূর্ন ইউরোপ থেকে বিচ্ছন্ন স্পেন কে বাদ দিয়ে। তাই এটা ৩য় বিশ্বযুদ্ধ চলাকালিন নিরাপইদ দেশ গুলোর মধ্যে অন্যতম। হালকা হাতসাফাই এর কাজ, আর ছিচকে চুরি থাকলেও দেশের অবস্থান শান্তির দিক থেকে বেশ ভালো। মূল কারন হয়ত রাজনৈতিক স্থিতিশীলতা ।
পঞ্চম স্থানে ডেনমার্ক এর অবস্থান। পৃথিবীর সুখি দেশ গুলোর মধ্যে অন্যতম ডেনমার্ক । খুবি কম অপপ্রাধ প্রবনতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ডেনমার্কের ৩য় মহাযুদ্ধ চলাকালীন সময়ে নিরাপদ থাকার কারন হতে পারে। এখানে টেররিসমের প্রভাব কম, প্রাকৃতিক দূর্যোগের প্রকোপ ও কম, সব মিলিয়ে বলা যায় নিরাপদ স্থান।
এসব-ই সমীকরণ ,সবি বিবেচনা, আসলেই যদি ৩য় মহাযুদ্ধ শুরু হয় সৃষ্টিকর্তাই একমাত্র ভরসা। তবে হ্যা কিছু কিছু দেশে যুদ্ধের প্রভাব কম পড়তে পারে, সেরা পাঁচের তালিকায় উপুরের পাঁচটি দেশ!