অসহায় “জীবন” এবং আমরা

Please log in or register to like posts.
পোস্ট

সবাইকে জানাই রমাদানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, ভালো ও সঠিক পথ বাছাই এর ক্ষেত্রে । ৫০০/৭০০/৯০০ কখনো বা ১০০০ টাকা বাজেট ইফতার পার্টির জন্যে ।  এত টাকা দিয়ে ইফতার পার্টি করার আগে একবার ভেবে দেখুন আপনি ঠিক কাজটি করছেন তো?

একটা ভাই একটা ভিডিও শেয়ার করেছিলো,অতি আগ্রহ নিয়ে দেখতে গেলাম।একটা মহিলা বাসায় কাজ করে, প্রতিবন্ধী ছেলে আর স্বামী নিয়ে তার সংসার । ইফতার করার দৃশ্যটা ছিলো এরকম – কর্ম স্থল থেকে নিয়ে আসা চিড়া আর পানি! হঠাৎ করেই স্বামী আসে,কি জানি কি নিয়ে আসে ঠিক মনে নাই!  হয়ত দেখা গেলো কিছু আনতে পেরেছে, বা কোনদিন খালি হাতে ঘরে ফিরেছে।

কিন্তু ওদের ইফতার চলে এভাবেই…..

আর, সেহেরী?  সেটা নাকি নিয়ত করে কিছু খেলেও হয় । এমনি তাঁদের নিয়তি। হয়ত নিয়ত করে কিছু খেলেই সেহেরি হয় । তাঁদের কথা আমাদের চিন্তা করার অবসর কই!

মাঝে মাঝে পানি, ভাত আর  কিছু একটা হলেই হলো, এমনিভাবে চলে……

কিন্তু দেখেন ওদের সেহেরী বা ইফতার যাই হোক  ভোগ নিয়ে বিলাসিতা তো দুরে, চিন্তা শুধু আল্লাহর সন্তুষ্টি ।

আর এই সমাজে অনেকের জন্যেই এখনকার সেহেরী- সেটা যাই হোক, ইফতার হবে রেষ্ট্রুরেন্টে , দামি হোটেলে রেস্তোরায়।

  বাজেট বিশাল ! ৫০০/৭০০/৯০০ টাকার প্লেটার!!! এত খাবার তবু আমরা আল্লাহর শোকর করিনা,তার দেওয়া নেয়ামতের মাঝে থেকেই আমরা তাকে  মনে রাখিনা, মনে রাখিনা গরীব দুঃখীদের । আরে ভাইয়া সারাবছর ই খাবেন অন্তত রোযার মাসে ওদের দিকে তাকান একটু!দান করুন আর না করুন শিক্ষা তো নেয়া যায় !বিলাসিতা ছেড়ে সংযমের সঠিক ব্যবহার তো করা যায় ।

আর আরো সুন্দর ভাবে চাইলে তো শুধু নিজের বিলাসী ইফতারেই তিনজন খেতে পারেন অনায়াসে। এই রমজানে হলেও খোদার নেয়ামত অপচয় করিয়েন না।

বন্ধুদের নিয়ে ইফতার পার্টি করবেন বাঁধা কেও দিবেনা, কিন্তু চিন্তা করে দেখেন  , যখন ইফতার অনুষ্ঠান করবেন বন্ধুদের নিয়ে হই হুল্লোড় করে, সেখানে ও তো কিছু অসহায় এতিমদের ও নিয়ে যেতে পারেন। খুব কি অসুবিধা হয় তাতে?

 

আমরা চাইলেই পারবো, এ আমার বিশ্বাস । আসুন না এই বাঙ্গালি জাতীকে আসল বাঙ্গালীয়ানা দেখিয়ে দেই।

 

 

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন