আবু সালমাহ (রা:) হতে বর্নিত। তিনি বলেন আমি আবু হোরায়রাহ (রা) কে বলতে শুনেছি,হুযুর (দ:) বলেছেন , আমি কি তোমাদের দাজ্জাল সম্পর্কে এমন কথা জানিয়ে দিবনা, যা কোন নবী তাঁর কওম কে বলেন নাই? যদি তাই হয় নিশ্চই সে এক চক্ষু বিশিষ্ট এবং সে নিজের সঙে করে বেহেশত ও দোযখের অনুরুপ(নকল) নিয়ে আসবে। অথচ যেটির কথা সে বলবে যে এটিই বেহেশত, প্রকৃত পক্ষে সেটিই হবে দোযখ । আমি হুযুর (দ:)) তোমাদের দাজ্জাল সম্পর্কে সঠিক সে রুপ ভয় ই প্রদর্শন করেছি(সতর্ক করছি) । যেমন ভাবে নূহ (আ:) তাঁর জাতিকে ভয় দেখিয়েছিলেন।
রেফারেন্স: বুখারী শরীফ ৩য় খন্ড (বাংলাদেশ তাজ কোম্পানি লি: ঢাকা) . । প্পৃষ্ঠা ৩১৬।হাদিস (৩০৯৪)
ফেসবুক কমেন্টস