যাহা একান্ন তাহাই বাহান্ন

Please log in or register to like posts.
পোস্ট

আমার জন্মস্থান বাশখালী থানার কালীপুর নামের সুন্দর একটি গ্রামে। সবার গ্রাম সবার কাছে খগুব সুন্দর । কিন্তু এ কথা না বললেই নয় যে- আমাদের কালীপুর গ্রামের সৌন্দর্য্য অতুলনীয়।অনেকে আমাদের গ্রামে গিয়ে বলেছে কালীপুর গ্রামটি একবার দেখগ্লে মনহ ভরেনা। বাবার দেখতে ইচ্ছে করে। তবে একোটা কথা আমার শশজুর বাড়ী আর গ্রামের বাড়ী এক গ্রামে হওয়ায় বর্তমানে আমার সেই প্রিয় কালীপুর আর আগের মত ভালো লাগেনা।  আমার শশুর বাড়ীর মজাইউ আলাদা । আমরা একই পরিবার অর্থাৎ একান্নবর্তি পরিবার।  ঈদে আর কোরবানীতে আমাদের অনেক মজা হয়  । যা বলে বা লিখে প্রকাশ করা যাবেনা।সে এক অসাধারণ আনন্দ । আর শশুর বাড়ীর পরিবেশে সৌণদর্য সে চোখে না দেখলে বোজাহ জাবেনা। 

এক কথায় বইলতে হয় অনন্য অপ্সাধারন সুন্দর একটি শশুর বাড়ী। আমরা ৫০/৬০ জন বা আরো বেশি একসাথে ঈদ, কোরবান করি।মেজবানীর মত বড় বড় ডেকচিতে অনেক অনেক রান্না করতে হয়।আর অনেক মানুষের রান্না একসাথে হওয়ায় মজা ও হয় অনেক। এ এক অন্য-পরিবারের গল্প। সুখ-দুখ  যেখানে  মিলে-মিশে একাকার।

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন