মোহাম্মদ আশরাফুলের ক্রিকেটীয় জীবন…

Please log in or register to like posts.
পোস্ট
মোহাম্মদ আশরাফুল (জন্ম ৭ জুলাই ১৯৮৪) একজন বাংলাদেশী ক্রিকেটার ।তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট 
দলের হয়ে  সব ধরণের ফর্ম্যাটে খেলেছেন এবং সমস্ত ফরম্যাটের সাবেক অধিনায়ক হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। 
দারুন সব  স্ট্রোকপ্লের জন্য তিনি বিখ্যাত।২০০৭ ও ২০০৯ এর মধ্যে আশরাফুল ১৩ টি টেস্টে এবং ৩৮ টি ওয়ানডে
ম্যাচ খেলেছেন, যার মধ্যে বাংলাদেশ আটটি জয় পেয়েছে।

সব বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে টেস্ট, ওডিআই এবং টি  টোয়েন্টি  আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি
করেছেন আশরাফুল!টেস্ট ও ওডিআইতে আশরাফুল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। জাতীয় দলে না
না খেলা অবস্থায়  আশরাফুল বাংলাদেশের অভ্যন্তরীণ ওয়ানডে ও প্রথম শ্রেণীর প্রতিযোগিতায় ঢাকা বিভাগ ক্রিকেট 
দলের জন্য দেশীয় ক্রিকেট খেলেন।

২০১৪ সালে ম্যাচ ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আট বছরের জন্য নিষিদ্ধ 
করেছিল।নিষেধাজ্ঞা পরে ২ বছরের জন্য স্থগিত করে ৫ বছর করা হয়। তিনি সম্প্রতি এপপিং কাপে খেলেছেন এবং
 ৯৪ রান করেছেন।তার ইনিংসের হাইলাইট ছিলো মাইকেল 
ক্রোকোমের বোলিংয়ে ৩ টি টানা  ছক্কা ।



link: https://en.wikipedia.org/wiki/Mohammad_Ashraful 
 
 
ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া