টাকায় বাঘের চোখ মেলে

Please log in or register to like posts.
পোস্ট

আমি এক যাযাবর গানটা শুনেছেন? সেখানে যাযাবর কে ভালই উপস্থাপন করা হয়েছে। আমি জন্মের যাযাবর। ঘরে মন টিকবে কেনো? ঘরে যদিও বা থাকি তাও অতিথি হিসেবে দু,তিন দিনের জন্যে। মা বাবা জীবিত নেই। ভাই এর ঘরে বউ আছে। সে ঘরে বেশি দিন থাকা যায়না। তাই আমি পথের টানে পথ কে করেছি ঘর। ভ্রাম্যমান ব্যবসায়ী ও বলতে পারেন। মানুষ কে ছবি একে দিয়ে কিছু রোজগার হয়।তাই দিয়ে আমার চলে যায়। এক দিনের কথা। ব্যাগে বুরুশ আর রঙ আর কিছু প্রয়োজনীয় জিনিশ নিয়ে পথে নামলাম। যাত্রার উদ্দ্যেশ্য কক্সবাজার।  সেখানে গিয়ে সমুদ্রজল দেখবো, আর ছবি এঁকে কিছু আয় হওয়ার সুযোগ ও থাকলো। বাসে করে হাওয়া খেয়ে খেয়ে কক্সবাজার পৌছালাম। একটা হোটেল এ উঠলাম ৩০০ টাকা ভাড়া। ভাড়া কম,হোটেলের লেভেল ও কম। ১০ জনের লাইনের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করা লাগে,ত্যাগের জন্য। শেষ বিকেলের আলোয় সমুদ্র সৈকতে গেলাম। কাধে ব্যাগ। কিছুক্ষন হেটে একটু দূরে করে বসলাম আমার সরঞ্জাম নিয়ে। একটা ছোট বাচ্চার ছবি পোট্রেটের জন্য ৪০০ টাকা পেলাম। এই দিয়ে একদিন চলে যাবে,আধবেলা খেয়ে। উঠতে যাবো এমন সময় একটা কাপল এগিয়ে আসলো। ছেলেটা বলল ওর একটা ছবি    এঁকে দিন। বললাম আমার এখনকার কাজ শেষ,পারবোনা।

 

“পারবানা মানি?, তোমার কাজ তো এটা   এঁকে দাও”

 

“ভাই পারবোনা,এখন সমুদ্র দেখতে যাবো”

 

“৫০০ দিবো,”

 

“পারবোনা”

 

ছেলেটারর বোধয় সম্নানের ব্যাপার ছিলো মেয়েটার সামনে, বলল,

 

“৮০০ দিবো ২/৩ টার টাকা একটাতে পাবা,যাও যাও কাজ শুরু করো”

 

“ব্রাদার সময় নষ্ট করছেন,যাই বলেন আমি এখন রঙ তুলির কাজ করবোনা, আপনাদের কারো  ছবি ক্যানভাস এ ধরে রাখার মুড নাই, এখন যা করব নিজের খুশির জন্য করবো,আমার কথা শেষ ভাই”

 

“আরে,,,ওই ১০০০ দিবো লাস্ট, বসে পর রঙ তুলি নিয়ে”

 

আমি বসলাম,   এঁকে চললাম।

 

ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে “বুঝলা টাকায় বাঘের চোখ মেলে, আর এই টা তো ইয়ে,তুমি ঠিক মত দাঁড়াও ভালো করে ছবিটা এঁকে  নিক”

 

কিছুক্ষন পর,,,,সেই ছেলেটা,,,

 

“আরে কি করো তুমি,কি   আঁকছো ক্যনভাসে হ্যা?”

 

“বাঘের চোখ  আঁকি ভাই, কি সুন্দর তাইনা?”

 

“বাঘের ছবি কে  আঁকতে বলসে,বলসিলাম না ওর ছবি আকতে”

 

“বলসিলেন নাকি? শুনিনাই, বলসিলাম না এখন নিজের খুশি মত কাজ করবো!”

 

“তা আমাদের বললেই হত চলে যেতাম”

 

“আমি দাড়াতে বললাম কৈ!”

 

মেয়েটা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে, “আরে আসো ত এসব ইয়ে টাইপের লোক”

 

তারা চলে যাচ্ছিলো, আমি ডাক দিয়ে বললাম,

“আপু ভাইয়াকে বলবেন,টাকায় বাঘের চোখ মেলে,এই যে    এঁকে রেখেছি, নিয়ে যান, দেখুন কি সুন্দর চোখ”

 

তারা প্রস্থান করলো।আমি বঘের চোখের ছবিটা ১০০ টাকায়  বেঁচে সমুদ্রতট এর দিকে এগিয়ে গেলাম, ওই যে সমুদ্র আমায় ডাকে”

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

মন্তব্য করুন