জল-জীবন

Please log in or register to like posts.
পোস্ট
Bangladesh, Chittagong, Rain, Boat, Jonaid_Bin_kayes

জলের জীবন বা জল-জীবন বলতেই মাথায় আসে, খাল-বিল, নদী , সাগর এর কথা। কিন্তু বর্তমানে আমাদের দেশের যে হাল, সে বেহাল অবস্থায় পড়ে জলের জীবনের অন্য দৃশ্য আমাদের সামনে ফুটে ওঠে। সেই অনেক কাল আগে থেকে এখন পর্যন্ত বদলায়নি দৃশ্য-পট। বদলেছে , সরকার, জনপদ ,বদলায়নি জীবন। কভার ফটো তে যে ছবি দেখছেন সেটা আজকের নয় ,সাল ২০১৪ তে তোলা নোকিয়া  ই ৫ এর একটা ছবি।

 

আর জায়গাটা মোটেই নদীর তীর বা পাশের কোন জায়গা নয় । এটা চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র , নগরীর বহদ্দার হাট এলাকার ভেতরের মোহাম্মদপুর রোডের একটি চিত্র।

 

সাল ২০১৪, হেটে যাচ্ছিলাম হাটু পানি আর জায়গায় জায়গায় বুক -পানি ঠেলে। মানুষের মুখে আশ্বাস বদলে যাবে দেশ, পানির কষ্ট হবে শেষ। সেই সময়ে বিশ্বাস করেছিলাম বেশ । আজ ২০১৮ এর মাঝামাঝি, হঠাৎ ছবিটা দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠলো, নাহ গ্যাস্টিকের ব্যাথা না, আশা ভঙ্গের ব্যাথায়।

 

হাটছিলাম , ময়লা পানির ভেতর দিয়ে, রিকশা ডুবে আছে, সি এন জি আটকে আছে। নব বিবাহিত দম্পতি লাজ লজ্জা ছেড়ে প্রায় সাঁতরে যাচ্ছে। আমি নির্বিকার হাটছিলাম, না হলে উপায় নেই, যে হারে পানির স্রোতের সাথে ময়লা ভেসে আসছে বিকার দেখিয়ে লাভ কই!

এর মাঝেই দেখি ভেলায় ভেসে যাচ্ছে ছোট ছোট কয় একটা বাচ্চা, বৈঠা বাইছে তারা, বাবা ঠেলে নিচ্ছে রবারের বোট টাইপের জিনিশ টা। বাচ্চাদের মুখে উচ্ছ্বাস । এত সস্তায় নৌকা ভ্রমন তাঁদের কল্পনায় হয়ত ছিলোই না!

দোকান-পাট ভেসে যাচ্ছে, ঘরের দেওয়াল ভেঙ্গে পড়ছে, মানুষ তবুও বেঁচে আছে। এর মধ্যেই কে জানি বলল,দেশের এই অবস্থা হলে মানুষ বাঁচবে কেমনে ?

পানির মাঝে হেটে আসা একজন উত্তর দিলো, বাঁচবে কি বলছেন? আগে ভেসে থাকার ট্রেনিং নিয়ে রাখেন ,কাজে আসবে, আর  কিছু টাকা জমায়ে নৌকো ,ভেলা ইত্যাদি কিনে রাখুন সময়ে কাজে আসবে।

 

একজন আশাবাদি একটা গরম কথার সাথে বলে উঠলো, দেশ বদলাবে, সবাই নেগেটিভ ভাবলে দেশ কেমনে বদলাবে, আর২/৩ বছরের মধ্যে দেখবেন দেশ বদলাই যাবে।

আমিও আশাবাদী হলাম, মনে হলো হ্যা দেশ বদলাবে ।

 

আজ চার বছর পরেও যখন দেখি মানুষ বাড়ির সামনে মাছ ধরে, কোমর জলে বাচ্চা মাথায় নিয়ে হেটে যায় তখনো আশা থাকে দেশ বদলাবে আর কয়েকবছর পরেই ।

 

তবে আজ ৪ বছর আগের সেই রবারের বোটে বাচ্চাদের ছবি আর বর্তমানের জলাবদ্ধ জীবনের মধ্যে তফাত না পেয়ে মনে খটকা লাগলো ।

 

চার বছরেও হয়নি, কখন হবে? তবুও আশা রাখি হবে, একদিন হবে!!!!

 

 

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া