আমার শিক্ষা জীবন

Please log in or register to like posts.
পোস্ট
M I Roney

 স্কুলের নাম :- বেগম নুর উন নাহার প্রাথমিক উচ্চ বিদ্যালয, প্রথম স্কুলে নিয়ে গেল আম্মু স্কুলে ভর্তি করাবে, ম্যাডাম রা আমারে দেখে আমার আম্মুরে বললো ও তো অনেক ছোট  ওকে স্কুলে ভর্তি করালে তো ও স্কুলে কান্না কাটি করবে, আম্মু তখন ম্যাডাম দের বললো সমস্যা নাই আপনারা ওকে ভর্তি নেন ও কান্না করবেনা, তখন ম্যাডাম রা আমারে ভর্তি নিলো শিশু শ্রেণীতে, ভর্তি হওয়ার পর প্রত্যেক দিন স্কুলে যাওয়া হতো হঠ্যাৎ  হঠ্যাৎ  কান্না করে স্কুলে যাওয়া হতো না, তাও আম্মু গিয়ে দিও আসতো স্কুলে এরুকুম করে আমার শিশু শ্রেণীটা সেস হলো, তারপর উঠলাম প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীতে আমার রোল নং হয় ২৭ ম্যাডাম রা তখন অনেক আদর করতো আর কান্না কাঠি করতাম না, ভালো ভাবে পড়া লেখা করতেচি, তারপর আমি ২য় শ্রেণীতে উঠি রোল নং হলো ১৩ আমি আমার রোল সুনে অনেক খুশি হলাম, কয়েক দিন ২য় শ্রণীতে কাল্স করতেচি, হুট করে একদিন বাসাই কথা ছলে আমারে নাকি মাদ্রসাই পড়াবে, মাদ্রাসার নাম :- বড়তাকিয়া যাহেদিয়া দাখীল মাদ্রাসা, তারপর কয়েকদিন পর আমারে মাদ্রাসাই নিয়ে ভর্তি করালো ১ম শ্রেণীতে এভাবে পড়তে পড়তে আমি ২য় শ্রণী ৩য় শ্রেণী যখন সেস করলাম তখন আম্মু বড় ভাইয়ারা বাসাই কথা ছলে আমি নাকি অনেক বড় হয়ে যাইতেচি, আমাকে ৪র্থ শ্রেণী পড়বেনা তখন এটা সুনে আমি আরো খুশি হয়ে গেলাম, তারপর কিছু দিন পর আম্মু এসে আমাকে ৫ম শ্রেণীতে ভর্তি করাই দিয়ে গেল, তারপর আমি ৫ম শ্রেণীতে শিক্ষা সমাপনী পরিক্ষা দিলাম সেখানে রেজাল্ট আসলো, GPA 3.87, তারপর সেই মাদ্রাসা থেকে আমাকে আরেক মাদ্রসাই নিয়ে গেল, তাও পরে সুনলাম নাকি সেটা চট্টগ্রাম, মাদ্রাসার নাম:- চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম,এ) মাদ্রাসা সেখানে নিয়ে গেল আমাকে সেখানে ষস্ট শ্রণীতে ভর্তি করালো আমাকে ।

 

আবার হোস্টেলে ভর্তি করালো পরে সুনি সেখানে নাকি মা-বাবা কাউকে দেখবোনা আমার আম্মু আমাকে ভর্তি করে ছলে গেল আমি প্রথম ৫ দিন হোস্টেলে থাকলাম আমি আমার পরিবারের কাউকে দেখতেচিনা আমি অনেক কান্না কাটি করতে লাগলাম তারপর ওইখানের একটা ভাই এসে বলে তোমার কি হইচে আমি ওনাকে সব বুজিয়ে বললাম বলার পর অনি বললো তুমি কি তোমার আম্মুর সাথে কথা বলবে মোবাইলে আমি হ্যা, তারপর ওনার মোবাইল টা দিলো তারপর আম্মুর সাথে কথা বলতে বলতে আমি কান্না করতেচি আম্মু বললো তুই বাড়িতে আসবি আমি হ্যা, তারপর বাড়ির দিকে যাই, বাড়িতে দুইদিন থাকার পর আম্মু বললো তোর হোস্টেলের হুজুর মোবাইল করচে তোকে যাইতে হবে মাদ্রাসাই, চলে আসলাম, আসার পর থাকলাম কয়েক দিন সেখানে বন্দু বানাই লাম কয়টা তারপর আর কান্না কাটি করতাম না, এভাবে হোস্টেলে থাকি পড়ালেখা করতাম এভাবে করতে করতে আমার ৭ম,৮ম,শ্রণীতে JDC পরিক্ষা দিই, সেই পরিক্ষাই GPA 4.30 আসলো, তারপর ৯ম, ১০ম শ্রেণীতো উঠে সেখানে ssc পরিক্ষা দিই সেই পরিক্ষাই GPA 4.20 আসলো রেজাল্ট টা সুনে অনেক খুশি হলাম, মাদ্রাসা জিবন এখানেই সেস করলাম, এইবার আসলাম কলেজে, কলেজ এর নাম :- নিজামপুর বিশ্ব বিদ্যালয় কলেজ, সেই কলেজে 1st ইয়ার এ ভর্তি হলাম, সেখানে পড়ালেখা করে পরিক্ষা দিলাম রেজাল্ট দিলো GPA 2.87, তারপর 2nd ইয়ারে উঠলাম এখনো পড়ালেখা চলতেচে, এই হলো আমার শিক্ষা জীবন, সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো করে পড়ালেখা করি,

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া