আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক জীবন

Please log in or register to like posts.
পোস্ট
প্রাথমিক জীবন হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহ আনহুর বাল্য ও যৌবনকাল সম্পর্কে ইতিহাসে খুব অল্প ঘটনাই পাওয়া যায় । তাই তার পিতা – মাতার নাম ছাড়া তার সম্পর্কে তাঁর সে সময়ের জীবনের কোনাে তথ্য পাওয়া যায় না । ইসলাম গ্রহণকালে তাঁর পিতা জীবিত ছিলেন । কিন্তু ইসলাম গ্রহণের ব্যাপারে তাঁর পিতার মনে কোনাে প্রকার প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিলাে কিনা অথবা তিনি তাদের দ্বারা কতটুকু প্রভাবান্বিত ছিলেন এ সম্পর্কেও ইতিহাসে কিছু পাওয়া যায় না ।
বংশ পরিচয়  সম্পর্কে ঐতিহাসিকগণ মােটামুটি বিস্তারিত বর্ণনা দিয়েছেন । এথেকে কুরাইশ বংশে এ গােত্রের মর্যাদার আসন ছিলাে বলে বুঝা যায় । গােত্রীয় মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ থাকলে কোনাে কোনাে সময় গােত্রের দ্বারাই ব্যক্তির আচার – আচরণ ও স্বভাব – চরিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায় ।হযরত আবুবকর সিদ্দিকের বংশের নাম ছিল তায়েম বিন মুর রা বিন কায়াব। বিভিন্ন গ্রন্থে বনু তায়েম বংশের যেসব গুণাবলীর উল্লেখ রয়েছে অন্যান্য আরব বংশ থেকে তা ভিন্নতর কিছু নয় । শৌর্যবীর্য , দানশীলতা , মর্যাদা , বীরত্ব এবং প্রতিবেশীর সাহায্য – সহায়তা ও রক্ষণাবেক্ষণের মতাে যেসব গুণাবলী অন্যান্য গােত্রের মধ্যে পাওয়া যেতাে তা বনু তায়েমের মধ্যেও বিদ্যমান ছিলাে ।
ফেসবুক কমেন্টস

Reactions

1
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

1