বিদ্রোহী কবি বলতে আমরা একজনকেই বুঝি। যদিও যুগে যুগে ক্ষুরধার কলমের ভাষায় অত্যাচারীর দূর্গে আঘাত হানা লেখকের সংখ্যা কম নয়। তবে এই বাংলার মানুষের অন্তরে বিদ্রোহী কবির সমর্থক শব্দ কাজী নজরুল ইসলাম । আমাদের জাতীয় কবি। বিংশ শতাব্দীর পৃথিবীতে যিনি অগ্রণী ভূমিকায় ছিলেন কাব্য, নাট্য, উপন্যাস ও সাহিত্য চর্চার বিভিন্ন অঙ্গনে। স্বীয় কর্ম গুনে,ও দক্ষতায়, সাহিত্য অনুরাগী নজরুল লেটোর দলের সদস্য থেকে ধীরে ধীরে হয়ে উঠলেন যাকে বলে কবির ভাষায়( মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য’) ( চলবে)
ফেসবুক কমেন্টস