বাংলা সাহিত্যে আবুল খায়ের মুসলে উদ্দিন

Please log in or register to like posts.
পোস্ট

আধুনিক বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি, ছড়াকার, ছোটগল্পকার, কথাশিল্পী, ও ঔপন্যাসিক কথাসাহিত্যিক আবুল খায়ের মুসলেহউদ্দিন (১৯৩৪-২০০২) । । তার রচিত গ্রন্থের মধ্যে কাব্যগ্রন্থ তিনটি, উপন্যাস ২০টি, গল্পগ্রন্থ ৩০টি, শিশুতোষ কাব্যগ্রন্থ ১১টি, শিশু-কিশোর গল্প-উপন্যাসের সংখ্যা ২০টি ও ইতিহাস ঐতিহ্য ও জীবনীগ্রন্থ পাঁচটি।তার রচিত গ্রন্থের সংখ্যা প্রায় শতাধিক

 

গল্প,উপন্যাস, কবিতা, ছড়া, ভ্রমণকাহিনী সবকিছুতেই তাঁর অবাধ বিচরণ।আবুল খায়ের মুসলেহউদ্দিনের সাহিত্যচর্চা শুরু স্কুল জীবনে দেয়াল পত্রিকায় লেখালেখির মাধ্যমে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পত্রিকায় লেখার মাধ্যমে তার লেখালেখির সূচনা।

আশির দশকে আবুল খায়ের মুসলেহউদ্দিনের লেখা গল্প-উপন্যাসের পাঠকপ্রিয়তা তাকে অনেক বেশি জনপ্রিয় করেছিল। তার লেখার মূল উপজীব্য ছিল গ্রাম বাংলার মানুষের সুখ-দুঃখ গাঁথা জীবনের বাস্তব গল্প, শহুরে জীবনের বাস্তবতা ও তার আশপাশের চরিত্র। তার প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় শতাধিক। এর মধ্যে কাব্যগ্রন্থ তিনটি। উপন্যাস ২০টি, শিশুতোষ কাব্যগ্রন্থ ২০টি, শিশু-কিশোর গল্প-উপন্যাস প্রায় ৩০টি এবং ঐতিহ্য ও জীবনীভিত্তিক গ্রন্থ ৫টি ,

বিশেষ করে শিশু সাহিত্যিক হিসেবে তাঁর ব্যপক জনপ্রিয়তা। তাঁর রচিত হাস্যরসাত্মক ছড়া, গল্প, ছোটগল্পের খ্যাতি রয়েছে। পুরুষ তাঁর অন্যতম ছোটগল্প। তাঁর কবিতায় রোমান্টিক মানস প্রবনতা প্রাধান্য পেলেও সমাজ বাস্তবতাবোধ এবং সাধারণ মানুষের জীবন সমস্যা ও সুখ-দুঃখের কাহিনীও বিদৃত হয়েছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নারিন্দা লেন’ ১৯৮১ সালে প্রকাশিত হয়।

উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ : উপন্যাস সমগ্র-১,উপন্যাস সমগ্র-২,উপন্যাস সমগ্র-৩,নির্বাচিত উপন্যাস সমগ্র,রম্য গল্পসমগ্র-১,রম্য গল্পসমগ্র-২,রম্য গল্পসমগ্র-৩,পিট পিট পিটম্যান এবং

    • মজার গল্পগুচ্ছ
    • বাছাই মজার গল্প
    • ছোটদের ভুতের গল্প
    • অপ্সরী
    • মুক্তিযুদ্ধের গল্প
    • সোনার ঘন্টি
    • শ্রেষ্ঠ রচনাবলী
    • ফুলবানু
    • ওগো পঞ্চদশী
    • টুরিষ্ট গার্ল
    • তাধিন্‌ ধিন্‌তা
    • নেপথ্যে নাটক
    • কিশোর গল্পসমগ্র
    • নির্বাচিত শ্রেষ্ঠগল্প
    • মজার গল্পগুচ্ছ
    • ছোটদের রহস্য গল্প
    • রঙিন বাছাই মজার গল্প
    • রঙিন নির্বাচিত শ্রেষ্ঠগল্প
    • রবীন্দ্রনাথের ছেলেবেলার গল্প
    • কিশোর উপন্যাস সমগ্র
    • ছেলেবেলার দিনগুল

আবুল খায়ের মুসলেহউদ্দিন ২০০২ সালের ২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে নিজ গ্রামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানার পাশে চিরদিনের জন্য সমাহিত করা হয়।

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া