বাংলাদেশি কবি এবং সাহিত্য সম্পাদক…

Please log in or register to like posts.
পোস্ট

একজন বাংলাদেশি কবি এবং সাহিত্য সম্পাদক পরিচয়ে পরিচিত জাহানারা আরজু(জন্ম: ১৭ নভেম্বর, ১৯৩২)। তৎকালীন পূর্বপাকিস্তানের প্রথম মহিলা সম্পাদক এবং তিনি ছিলেন”সুলতানা” পত্রিকার প্রতিষ্ঠার সময়কার সম্পাদক। বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য একুশে পদিক সঃ ২৬ টি সাহিত্য পুরুস্কার লাভ করেছেন তিনি।  

 

জন্মগ্রহন করেন তৎকালীন ব্রিটিশ ভারতের ঢকার মানিকগঞ্জে।তাঁর পিতা আফিল উদ্দিন আহম্মদ চৌধুরী ও মা খোদেজা খাতুন। মানিকগঞ্জেই তাঁর পড়ালেখার শুরু।  পরবর্তিতে ঈদেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোতত্তর পাশ করেন তিনি।

 

তিনি বিয়ে করেন সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিচারপতি একেএম নুরুল ইসলাম কে।  তাদের ঘর আলো করে জন্ম হয় দুই ছেলে ও এক মেয়ের। মোঃ আশরাফুল ইসলাম তাদের বড় ছেলে যিনি হাইকোর্ট বিভাগের বর্তমান বিচারপতি। ছোট ছেলে একজন প্রকৌশলী। তাদের একমাত্র মেয়ে মিনারা জামান অধ্যপনার সাথে জড়িত ।  

 

 

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া

One comment on “বাংলাদেশি কবি এবং সাহিত্য সম্পাদক…

  1. Pingback: বিচারপতি ফারাহ মাহবুব-  জন্ম: ২৭ মে ১৯৬৬  - আমার জীবনী

Comments are closed.