জীবন এর মোহ : আসলের মোড়কে নকল জীবনঃ
আমি,তুমি, সে ও সকল কে নিয়ে আমাদের ক্ষুদ্র জীবন।জীবন কি! এ নিয়ে চিন্তার শেষ নেই, জল্পনার শেষ নেই।মহারথী, আর বিজ্ঞজনের জীবন নিয়ে ভাবনার শেষ নেই।সে তুলনাই আমার চিন্তা টা কল্পনাই বলা চলে।জীবনের মানেটা আমার কাছে অন্য কিছু। সে কিছুটা কি তাই বলছি। জীবন নিয়ে হাজার জন বলে গেছেন,হাজার জন বলে যাবেন। যারা বলেছিলেন তারাও থাকবেননা,যারা ভবিষ্যৎ এ বলবেন তারাও থাকবেন না।থাকবে শুধুই জীবন।এ জীবন সে জীবন নয় যা আমরা ভাবি।
আপনার জন্ম হলো,আপনি শিক্ষায়- দীক্ষায়, জ্ঞানে -গুনে,সমাজের মানবিচারে প্রতিষ্ঠিত হলেন,সে চাকরি করে হোক বা ব্যবসা। তারপর? মারা গেলেন।শেষ।শেষ নাকি? নাকি শুরু?যাই হোক, আপনি যা করলেন,বা আমি যা করছি সেটাই কি জীবন?নাকি জীবনের ছায়া মাত্র! জীবন বুঝতে হলে অন্তর দৃষ্টি দরকার, সে দৃষ্টি আমার, আপনার আছে কই? থাকলে তো এভাবে জীবনের মোহে আটকা পরতামনা। ভাবছেন, আমার যদি সে দৃষ্টি না থাকে আমি তা সম্পর্কে কেন লিখছি! আগেই বলেছি,যত টুকু না ভাবনা তারচেয়ে বেশি আমারটা হয়ত কল্পনাতেই পরে। আমাদের বিবেক আমাদের পথ দেখিয়েছে, আমাদের ধর্ম আমাদের কে সঠিক পথের দিশা দেয়। মহান আল্লাহ সবকিছু নির্দিষ্ট করে দিয়েছেন,জীবন সম্পর্কে,দিয়েছেন স্মপূর্ন ধারনা। এর বাইরে গিয়ে, আমরা যখন জীবন খুজতে যাই,তখন হয়ত আমরা জীবন থেকেই বাইরে বেরিয়ে আসি।আমরা পথে পথে ঘুরি।ঘর ছেড়ে জীবনের সন্ধানে বের হই।হাজার পথের বাঁকে নিজেদের হারাই। আমরা সব ছেড়ে,জীবনে অর্থ খুজতে মরিয়া হয়ে উঠি। কিন্তু জীবন যতটা না খুজি, এর চাইতে শারীরিক, মানসিক সুখ খুজি বেশি। পথের বাঁকে অট্টালিকা দাড় করাই।নিরলস ভাবে সুখের পেছনে ছুটি।শেষ বয়সে যখন পেছন ফিরে তাকাই দেখতে পাই ফেলে আসা ঘর,ফেলে আসা জীবন। সে জীবনে, সে ঘরে ফিরে যেতে চাইলেও পারিনা। আসলে জীবন তো সেই কবেই ফেলে এসেছি। যখন ঘর ছেড়েছিলাম তখন জীবন থেকে দূরে সরে গিয়েছিলাম।
এ ঘর সে ঘর নয় যে ঘরে তোমরা থাকো।এ ঘর বিবেকের, বিশ্বাস এর।এটা সে ঘর যা আমাদের বুকের খাচার ভেতরটায় থাকে। শেষ বয়সে তাকে খুজতে যাওয়া আমাদের আর হয়ে উঠেনা। জীবন খুজতে গিয়ে আমরা সেই কবে জীবনকে কবর দিয়ে দিয়েছি। তখন যাপিত ছদ্ম জীবনের দিকে তাকাতে নিজেদের ঘৃনা হয়, ভয় হয়। আসল ঘর,আর জীবন এখন দূরের বাতিঘর। এখন আর বুঝে লাভ কি। যে পথ কে জীবন থেকে আলাদা ভেবেছিলাম এতদিন, শেষ বয়সে যদি বুঝি সেটাই আসল জীবন ছিল তাতে আর কারো কিছু যায় আসেনা, তখন আর করার কিছু থাকেনা,।আবেগ নয় বিবেক, আর ধর্মের মাধ্যমে আমরা জীবনের ধারনা সহজেই পাই কিন্তু কি এক মোহে পড়ে বিবেক এর অর্থ,ধর্মের অর্থের বাইরে এসে জীবনের অর্থ বের করতে করতে তুমি আমি জীবনের শেষ প্রান্তে এসে দাড়াই, আর বলে উঠি হায়!এতদিন মোহের মধ্যে ছিলাম, জীবন তো সেই কবে শেষ!আসল জীবন ছেড়ে নকল জীবনের পেছন ছুটেছি এতটা দিন। এত কষ্ট, এত ত্যাগ যে জীবনের জন্য সেটাই নকল, আসল জীবন যাপন করতে পারলাম কই!