ক্যামেরার পেছনের জীবন

Please log in or register to like posts.
পোস্ট

নিতিন বসে আছেন ঝা-চকচকে গাড়ীর কোমল সীটে। আহ জীবনটা কতই না উপভোগ্য! হালকা এসির বাতাস আর লেমন ফ্লেভারের সেন্ট ,গাড়ীর ভেতরের বাতাস কে করে তুলেছে অতুলনীয়। শুধু তাঁর যদি একটা অতুলনীয়া থাকতো,নিতিনের জীবনটাই বদলে যেত, নিতিন ভাবে। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এহেন সত্যের উল্লেখ বই এ বোধকরি আছে, যার সত্যতা নিতিন বুঝতে পারে বড়বাবুর ডাক শুনে।

বড়বাবু এসির বাতাসে ঝাপসা হয়ে ওঠা কাঁচের অপারে প্রায় নেচে বেড়াচ্ছেন। তাঁর কোটি টাকার গাড়ীর এসির  বারোটা বাজাচ্ছে নিতিন ছোকড়া  । এও কি মেনে নেওয়া যায়! ছোট লোকের আবার কিসের এসি! বড়  বাবু মুখ গোমড়া করে বাকিটা পথের যাত্রায় বিশেষ চিন্তায় মগ্ন ছিলেন। যথারীতি তাঁর বিবি অভ্যেস বসত পান চিবিয়ে যাচ্ছেন, পারলে নিতিনের মাথাই চিবিয়ে ছোবড়া বানিয়ে ফেলেন। বড়বাবু নিতিন কে নিতিনের অবস্থান সম্পর্কে যথেষ্ট জ্ঞান দিলেন। কিভাবে মালিকের সম্পদ রক্ষা করার মাধ্যমে জাগ্রত বিবেকের জানান দিতে হয় তা বোঝালেন।

নিতিন বুঝলো বড় বাবুর বিশাল বিবেক রয়েছে, যার ঠেলায় মাঝে মাঝেই জানালার কাঁচ পরিষ্কার করতে আসা কিশোরেরা পড়ে যায়!

তবে নিতিনের ভাবের বদল হলো যখন বড়বাবুর মেয়ে তাঁকে ঈদে ফ্যামিলির সাথে রেস্তোরায় খাবারের দাওয়াত দিলেন।
নিতিন ভাবলে!  বেশত, মেয়ে বাপের মত হয়নি! ধরার প্রতি বিশ্বাস নিয়ে ফের নিতিন রেস্তোরায় ঢুকলো। হাত ধুয়ে যখন বসার উপক্রম হল,বরবাবুর মেয়ে তাঁকে কৌনিক দূরত্বের এক টেবিল দেখিয়ে দিলো । গরীবের পেটে ঘি সয় না তাই নিতিন কে সাদা ভাতের সাথে মজাদার এক পদ ভর্তা দেওয়া হলো। বড়  বাবুর বড় দয়া , বেয়ারাকে ডেকে জিজ্ঞেস করলেন দেখো আমার ড্রাইভারের কি লাগে। !

এক রাতে অবাক বিশ্বয়ে নিতিন দেখলো, বড়বাবু মানব-সেবার জন্য এক বিদেশী পুরস্কার নিচ্ছেন । ছবিতে দেখাচ্ছে বড়বাবু এক গরীব স্বদেশীর সাথে বসে ডাল-ভাত ভক্ষনে ব্যাস্ত। নিতিনের মাথায় ধরেনা তবে কেন বড় বাবু নিজের ঘরের পার্টিতে বলে বেড়ান এই সব ডাল ভাত লোয়ারক্লাস, হোপ্লেস মানুষদের খাদ্য এসবে তাঁর বমি পায়। আরেক ছবিতে দেখা যাচ্ছে বড় বাবু বড় আল্লাদে এক পথ-শিশুকে ভাত খাওয়াচ্ছে। নিতিনের চিন্তায় বাঁধা আসে, যখন বড় বাবুর ধাক্কায় ড্রেনে পড়ে যাওয়া কিশোরটার কথা মনে পড়ে।

নিতিন ক্যামেরার পেছনের জীবনটা ঠিক ধরতে পারেনা!

ফেসবুক কমেন্টস

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

প্রতিক্রিয়া